ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ইরানে আকস্মিক সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০১:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আকস্মিক সফরে তেহরান গেছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এর সাথে সাক্ষাৎ করেছেন। রোববার সকালে (৮ মে) ইরানের রাজধানীতে অঘোষিত ওই সফরের পর সেদিনই তিনি দামেস্কের উদ্দেশ্যে ইরান ত্যাগ করেন। আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের সর্বোচ্চ নেতার ওয়েবসাইট ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। ওই বৈঠক নিয়ে খামেনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধে তার (আসাদের) বিজয় সিরিয়ার বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে এবং ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। আয়াতুল্লাহ আলি খামেনেই আরো বলেন, আজকের সিরিয়ার সঙ্গে যুদ্ধ-পূর্ববর্তী সিরিয়ার পার্থক্য রয়েছে। এটা ঠিক যে, সেসময় ধ্বংসস্তুপ ছিলনা, কিন্তু বর্তমানে দেশটির সম্মান ও মর্যাদা আগের চেয়ে অনেক বেড়েছে। সবাই এই দেশকে একটি শক্তি হিসেবে গণ্য করছে। ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর এটি তেহরানে সিরিয়ার প্রেসিডেন্টের দ্বিতীয় সফর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

ইরানে আকস্মিক সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

আপডেট সময় : ০১:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আকস্মিক সফরে তেহরান গেছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এর সাথে সাক্ষাৎ করেছেন। রোববার সকালে (৮ মে) ইরানের রাজধানীতে অঘোষিত ওই সফরের পর সেদিনই তিনি দামেস্কের উদ্দেশ্যে ইরান ত্যাগ করেন। আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের সর্বোচ্চ নেতার ওয়েবসাইট ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। ওই বৈঠক নিয়ে খামেনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধে তার (আসাদের) বিজয় সিরিয়ার বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে এবং ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। আয়াতুল্লাহ আলি খামেনেই আরো বলেন, আজকের সিরিয়ার সঙ্গে যুদ্ধ-পূর্ববর্তী সিরিয়ার পার্থক্য রয়েছে। এটা ঠিক যে, সেসময় ধ্বংসস্তুপ ছিলনা, কিন্তু বর্তমানে দেশটির সম্মান ও মর্যাদা আগের চেয়ে অনেক বেড়েছে। সবাই এই দেশকে একটি শক্তি হিসেবে গণ্য করছে। ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর এটি তেহরানে সিরিয়ার প্রেসিডেন্টের দ্বিতীয় সফর।