ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়: ভন ডার লিয়েন

  • আপডেট সময় : ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন, ইরান নিয়ে কূটনৈতিক আলোচনায় যাওয়াই সবচেয়ে ভালো উপায় হবে। তবে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাননি।

ভন ডার লিয়েন বলেন, তিনি টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে একমত হয়েছেন যে, ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এতে কোনো প্রশ্নই নেই। আগে ভন ডার লিয়েন গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন।

 

কিন্তু তিনি এটাও বলেছেন, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সঙ্গে ইরানের অসহযোগিতা করছে। এর মানে ইসরায়েল ‘নিজেকে রক্ষা করার অধিকার রাখে।’ তিনি আরো বলেন, ইরানই এই অঞ্চলের প্রধান অস্থিতিশীলতার উৎস।

বর্তমানে ভন ডার লিয়েন কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। সেখানে তিনি জানান, এই সম্মেলনে ইসরায়েল ও ইরানের দ্বন্দ্বের পাশাপাশি রাশিয়ার ইউক্রেনে চলমান আগ্রাসনও আলোচনা হবে।

তিনি বলেন, ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরায়েলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। এসব হুমকি একসঙ্গে মোকাবিলা করা দরকার। সূত্র: বিবিসি বাংলা

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গণভোটে পিআর পদ্ধতির প্রস্তাব অন্তুর্ভুক্ত করার দাবি জামায়াতের

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়: ভন ডার লিয়েন

আপডেট সময় : ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন, ইরান নিয়ে কূটনৈতিক আলোচনায় যাওয়াই সবচেয়ে ভালো উপায় হবে। তবে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাননি।

ভন ডার লিয়েন বলেন, তিনি টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে একমত হয়েছেন যে, ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এতে কোনো প্রশ্নই নেই। আগে ভন ডার লিয়েন গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন।

 

কিন্তু তিনি এটাও বলেছেন, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সঙ্গে ইরানের অসহযোগিতা করছে। এর মানে ইসরায়েল ‘নিজেকে রক্ষা করার অধিকার রাখে।’ তিনি আরো বলেন, ইরানই এই অঞ্চলের প্রধান অস্থিতিশীলতার উৎস।

বর্তমানে ভন ডার লিয়েন কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। সেখানে তিনি জানান, এই সম্মেলনে ইসরায়েল ও ইরানের দ্বন্দ্বের পাশাপাশি রাশিয়ার ইউক্রেনে চলমান আগ্রাসনও আলোচনা হবে।

তিনি বলেন, ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরায়েলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। এসব হুমকি একসঙ্গে মোকাবিলা করা দরকার। সূত্র: বিবিসি বাংলা