ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ইরানের পরমাণু সংস্থার ইমেইল ফাঁস

  • আপডেট সময় : ১০:১৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : হ্যাকিংয়ের ফলে ইরানের পরমাণু কর্মকা-ের তথ্য ও নথিপত্র ফাঁস হয়েছে অনলাইনে। দেশটির পরমাণু সংস্থার এক অঙ্গপ্রতিষ্ঠানের ইমেইল সার্ভারে অনুপ্রবেশ করে এই তথ্য হাতানোর ঘটনা ঘটেছে। মাহশা আমিনির মৃত্যুতে চলমান আন্দোলনকে সমর্থন জানাতে এই পদক্ষেপ নেওয়ার কথা এক টুইটে দাবি করেছে ‘ব্ল্যাক রিওয়ার্ড’ নামে পরিচয় দেওয়া ইরানের এক হ্যাকার দল। টুইটারে প্রকাশিত বিবৃতিতে হ্যাকার দলটি ইরানের পরমাণু কার্যক্রমের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে গত রোববার প্রকাশিত এক খবরেও ওই হ্যাকিংয়ের সত্যতা মিলেছে।
হ্যাকার দলটি শনিবার তাদের বিবৃতির শেষে লিখেছে “নারী, জীবন, স্বাধীনতার জন্য মাহশা আমিনির নামে”। এর মাধ্যমে দলটি গত মাসে ইরানের নীতি পুলিশের হেফাজতে তরুণীর মৃত্যুতে সংঘটিত বিক্ষোভের প্রতি সমর্থন দেখালো বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

ব্ল্যাক রিওয়ার্ড বলেছে, তাদের প্রকাশিত বিভিন্ন তথ্যের মধ্যে আছে, বুশেহর পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন অংশের ব্যবস্থাপনা ও কার্যক্রমের সময়সূচী, সেখানে কর্মরত ইরানী ও রাশিয়ার বিশেষজ্ঞদের পাসপোর্ট ও ভিসা, পারমাণবিক উন্নয়ন চুক্তি ও দেশী-বিদেশী বিভিন্ন অংশীদারের সঙ্গে করা চুক্তি। আক্রান্ত সংস্থাটির ‘কূটনীতি ও তথ্য বিভাগ’ এইসব প্রকাশিত তথ্যের তাৎপর্য কমিয়ে বলেছে, “জনসাধারণের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
“খেয়াল করা দরকার, ওইসব ইমেইলের মধ্যে আছে বিভিন্ন প্রযুক্তিগত বার্তা, নিত্যকর্ম ও দৈনন্দিন আদান-প্রদান।”
২১ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে আন্দোলন থেকে আটক লোকজনকে না ছাড়লে ২৪ ঘন্টার মধ্যে আরও তথ্য প্রকাশের হুমকি দিয়েছে ব্ল্যাক রিওয়ার্ড। ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিশ্বের শক্তি ও ইরানের মধ্যকার আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে। ১২ অক্টোবর যুক্তরাষ্ট্র বলেছে, এই চুক্তি পুনরুজ্জীবিত করতে তেমন আগ্রহ দেখায়নি তেহরান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইরানের পরমাণু সংস্থার ইমেইল ফাঁস

আপডেট সময় : ১০:১৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

প্রযুক্তি ডেস্ক : হ্যাকিংয়ের ফলে ইরানের পরমাণু কর্মকা-ের তথ্য ও নথিপত্র ফাঁস হয়েছে অনলাইনে। দেশটির পরমাণু সংস্থার এক অঙ্গপ্রতিষ্ঠানের ইমেইল সার্ভারে অনুপ্রবেশ করে এই তথ্য হাতানোর ঘটনা ঘটেছে। মাহশা আমিনির মৃত্যুতে চলমান আন্দোলনকে সমর্থন জানাতে এই পদক্ষেপ নেওয়ার কথা এক টুইটে দাবি করেছে ‘ব্ল্যাক রিওয়ার্ড’ নামে পরিচয় দেওয়া ইরানের এক হ্যাকার দল। টুইটারে প্রকাশিত বিবৃতিতে হ্যাকার দলটি ইরানের পরমাণু কার্যক্রমের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে গত রোববার প্রকাশিত এক খবরেও ওই হ্যাকিংয়ের সত্যতা মিলেছে।
হ্যাকার দলটি শনিবার তাদের বিবৃতির শেষে লিখেছে “নারী, জীবন, স্বাধীনতার জন্য মাহশা আমিনির নামে”। এর মাধ্যমে দলটি গত মাসে ইরানের নীতি পুলিশের হেফাজতে তরুণীর মৃত্যুতে সংঘটিত বিক্ষোভের প্রতি সমর্থন দেখালো বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

ব্ল্যাক রিওয়ার্ড বলেছে, তাদের প্রকাশিত বিভিন্ন তথ্যের মধ্যে আছে, বুশেহর পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন অংশের ব্যবস্থাপনা ও কার্যক্রমের সময়সূচী, সেখানে কর্মরত ইরানী ও রাশিয়ার বিশেষজ্ঞদের পাসপোর্ট ও ভিসা, পারমাণবিক উন্নয়ন চুক্তি ও দেশী-বিদেশী বিভিন্ন অংশীদারের সঙ্গে করা চুক্তি। আক্রান্ত সংস্থাটির ‘কূটনীতি ও তথ্য বিভাগ’ এইসব প্রকাশিত তথ্যের তাৎপর্য কমিয়ে বলেছে, “জনসাধারণের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
“খেয়াল করা দরকার, ওইসব ইমেইলের মধ্যে আছে বিভিন্ন প্রযুক্তিগত বার্তা, নিত্যকর্ম ও দৈনন্দিন আদান-প্রদান।”
২১ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে আন্দোলন থেকে আটক লোকজনকে না ছাড়লে ২৪ ঘন্টার মধ্যে আরও তথ্য প্রকাশের হুমকি দিয়েছে ব্ল্যাক রিওয়ার্ড। ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিশ্বের শক্তি ও ইরানের মধ্যকার আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে। ১২ অক্টোবর যুক্তরাষ্ট্র বলেছে, এই চুক্তি পুনরুজ্জীবিত করতে তেমন আগ্রহ দেখায়নি তেহরান।