ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইরানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, নিহত ৫

  • আপডেট সময় : ১২:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে এই ভূমিকম্প হয়। ইরানের দক্ষিণাঞ্চলে প্রথমে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এরপর সেই এলাকায় ৬ দশমিক ৩ মাত্রায় আরও ২টি ভূকম্পন হয়। পারস্য উপসাগর তীরবর্তী হরমুজগান প্রদেশের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মেহেরদাদ হাসানজাদেহ বলেছেন, ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি ২৫ জনকে হাসপাতালের বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকাজ চলছে। জরুরিভিত্তিতে থাকার জন্য তাঁবু সরবরাহ করা হচ্ছে। ভূমিকম্পে কোনো কোনো ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
ভূমিকম্পে পারস্য উপসাগর তীরবর্তী সায়েহ খোশ গ্রামটি মাটির সঙ্গে মিশে গেছে। ৬ দশমিক ৩ ও ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর অন্তত ১২ বারের বেশি ভূকম্পন অনুভূত হয়। বান্দার লেনগেহ শহরের গভর্নর ফুয়াদ মোরাদজাদেহ বলেছেন, যারা নিহত হয়েছেন তারা প্রথমবারের ভূমিকম্পেই নিহত হয়েছেন। পরের বারের ভূমিকম্পে কেউ মারা যাননি। কারণ, ততক্ষণে সবাই ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইরানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, নিহত ৫

আপডেট সময় : ১২:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে এই ভূমিকম্প হয়। ইরানের দক্ষিণাঞ্চলে প্রথমে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এরপর সেই এলাকায় ৬ দশমিক ৩ মাত্রায় আরও ২টি ভূকম্পন হয়। পারস্য উপসাগর তীরবর্তী হরমুজগান প্রদেশের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মেহেরদাদ হাসানজাদেহ বলেছেন, ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি ২৫ জনকে হাসপাতালের বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকাজ চলছে। জরুরিভিত্তিতে থাকার জন্য তাঁবু সরবরাহ করা হচ্ছে। ভূমিকম্পে কোনো কোনো ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
ভূমিকম্পে পারস্য উপসাগর তীরবর্তী সায়েহ খোশ গ্রামটি মাটির সঙ্গে মিশে গেছে। ৬ দশমিক ৩ ও ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর অন্তত ১২ বারের বেশি ভূকম্পন অনুভূত হয়। বান্দার লেনগেহ শহরের গভর্নর ফুয়াদ মোরাদজাদেহ বলেছেন, যারা নিহত হয়েছেন তারা প্রথমবারের ভূমিকম্পেই নিহত হয়েছেন। পরের বারের ভূমিকম্পে কেউ মারা যাননি। কারণ, ততক্ষণে সবাই ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন।