ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ইরানের ড্রোন মজুত করা হচ্ছে বেলারুশে

  • আপডেট সময় : ১২:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরান রাশিয়ার জন্য যে অস্ত্রগুলো পাঠাচ্ছে সেগুলো মজুত করা হচ্ছে বেলারুশে, এমন দাবি করে ব্রিটেনে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো বলেন, এটি কিয়েভের জন্য বড় একটা সমস্যা। স্কাই নিউজকে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। ইউক্রেনীয় ভূখ-ে হামলার জন্য রাশিয়াকে সহায়তা ড্রোনসহ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইরান, এ নিয়ে জোরালো দাবি করছে পশ্চিমা দেশগুলো। এ বিষয়ে মস্কো-তেহরান প্রত্যাখ্যান করলেও মনে গলেনি পশ্চিমাদের। এ বিষয়ে স্কাই নিউজকে রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো বলেন, তাদের রকেট ফুরিয়ে যাচ্ছে যে এটা নিশ্চিত। আজকে রাশিয়ান নৌবহর তাদের ঘাঁটি ছেড়ে যায়নি যেখান থেকে আমাদের (ইউক্রেনের) দিকে রকেট হামলা চালায়। ইরানের ড্রোন এটাই বড় সমস্যা। এগুলো খুবই সস্তা, হামলার সময় ঝাঁক হয়ে আসে, মোকাবিলা করা কঠিন। এমন পরিস্থিতিতে ইরানের ওপর রাজনৈতিক চাপ এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ আছে তারা (ইরান) হাজার হাজার সরবরাহ করেছে। তার মধ্যে কিছু ইউক্রেনের একেবারে কাছাকাছি বেলারুশে সংরক্ষণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, এসব কিয়েভের কাছাকাছি রাখা হয়েছে। হামলা থেকে রক্ষায় আমাদেরকে ইউক্রেনের আকাশ ঢেকে রাখতে হবে। রাশিয়া ও ইরানের ওপর আমাদের চাপ আরও বাড়াতে হবে। যেন নতুন করে রকেট আর না পাঠানোর সক্ষমতা রাখে বলে মনে করেন তিনি। কয়েক সপ্তাহ ধরে রাজধানী কিয়েভ এবং আরও কয়েকটি শহরে যেসব ড্রোন হামলা হয়েছে তা ইরানের তৈরি কামিকাজে শাহেদ-১৩৬ নামে পরিচিত। ইউক্রেনের দাবি, রাশিয়াকে সহায়তায় এসব ড্রোন সরবরাহ করে আসছে তেহরান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইরানের ড্রোন মজুত করা হচ্ছে বেলারুশে

আপডেট সময় : ১২:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরান রাশিয়ার জন্য যে অস্ত্রগুলো পাঠাচ্ছে সেগুলো মজুত করা হচ্ছে বেলারুশে, এমন দাবি করে ব্রিটেনে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো বলেন, এটি কিয়েভের জন্য বড় একটা সমস্যা। স্কাই নিউজকে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। ইউক্রেনীয় ভূখ-ে হামলার জন্য রাশিয়াকে সহায়তা ড্রোনসহ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইরান, এ নিয়ে জোরালো দাবি করছে পশ্চিমা দেশগুলো। এ বিষয়ে মস্কো-তেহরান প্রত্যাখ্যান করলেও মনে গলেনি পশ্চিমাদের। এ বিষয়ে স্কাই নিউজকে রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো বলেন, তাদের রকেট ফুরিয়ে যাচ্ছে যে এটা নিশ্চিত। আজকে রাশিয়ান নৌবহর তাদের ঘাঁটি ছেড়ে যায়নি যেখান থেকে আমাদের (ইউক্রেনের) দিকে রকেট হামলা চালায়। ইরানের ড্রোন এটাই বড় সমস্যা। এগুলো খুবই সস্তা, হামলার সময় ঝাঁক হয়ে আসে, মোকাবিলা করা কঠিন। এমন পরিস্থিতিতে ইরানের ওপর রাজনৈতিক চাপ এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ আছে তারা (ইরান) হাজার হাজার সরবরাহ করেছে। তার মধ্যে কিছু ইউক্রেনের একেবারে কাছাকাছি বেলারুশে সংরক্ষণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, এসব কিয়েভের কাছাকাছি রাখা হয়েছে। হামলা থেকে রক্ষায় আমাদেরকে ইউক্রেনের আকাশ ঢেকে রাখতে হবে। রাশিয়া ও ইরানের ওপর আমাদের চাপ আরও বাড়াতে হবে। যেন নতুন করে রকেট আর না পাঠানোর সক্ষমতা রাখে বলে মনে করেন তিনি। কয়েক সপ্তাহ ধরে রাজধানী কিয়েভ এবং আরও কয়েকটি শহরে যেসব ড্রোন হামলা হয়েছে তা ইরানের তৈরি কামিকাজে শাহেদ-১৩৬ নামে পরিচিত। ইউক্রেনের দাবি, রাশিয়াকে সহায়তায় এসব ড্রোন সরবরাহ করে আসছে তেহরান।