ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ইরানের খ্যাতিমান অভিনেত্রী তারানেহ আলিদুস্তি গ্রেপ্তার

  • আপডেট সময় : ১২:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করা সুপরিচিত এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে ইরানের কর্তৃপক্ষ। দেশটিতে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ নিয়ে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগে তারানা আলিদোস্তি নামের ওই অভিনেত্রীকে আটক করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। গত সপ্তাহে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারানা ইরানে বিক্ষোভের সঙ্গে জড়িত এক ব্যক্তির ফাঁসি কার্যকরের তুমুল সমালোচনা করেছিলেন। অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য সেলসম্যানে’ অভিনয় করে খ্যাতি কুড়ানো ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী মোহসেন শেকারির ফাঁসির বিরুদ্ধে কথা না বলা আন্তর্জাতিক সংস্থাগুলোকে একহাত নিয়েছেনও। ইরানি কর্তৃপক্ষ মোহসেন শেকারিকে ‘দাঙ্গাকারী’ অভিহিত করে সেপ্টেম্বরে তেহরানের একটি প্রধান সড়ক আটকে রাখা এবং বড় ছোরা দিয়ে আধাসামরিক বাহিনীর এক সদস্যকে জখম করার দায়ে তার ফাঁসি কার্যকরের কথা জানিয়েছে। “নাম তার মোহসেন শেকারি। প্রতিটি আন্তর্জাতিক সংস্থা, যারা তার রক্তপাত দেখেছে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, তারা মানবতার কলঙ্ক,” লিখেছেন তারানা।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সুপরিচিত এ অভিনেত্রী ‘তার দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো নথি’ হাজির করতে ব্যর্থ হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ৮০ লাখের বেশি অনুসারীসমৃদ্ধ তারানার ইনস্টাগ্রাম অ্যাকউন্টও এখন আর প্ল্যাটফর্মটিতে দেখা যাচ্ছে না। তার অভিনীত ‘দ্য সেলসম্যান’ ২০১৬ সালে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার জেতে। তারানা সম্প্রতি সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুর পর দানা বেঁধে ওঠা বিক্ষোভ থেকে দেশজুড়ে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন দমনে কর্তৃপক্ষের বলপ্রয়োগের বিরুদ্ধে অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠেন। বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে নভেম্বরে তিনি ইনস্টাগ্রামে মাথায় স্কার্ফ না পরে যে ছবি দিয়েছিলেন তা অনেকেরই নজর কাড়ে। ইরানে এ বছরের সরকারবিরোধী বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির শাসকগোষ্ঠীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে হাজির হয়েছে। কর্তৃপক্ষ এরই মধ্যে বিক্ষোভের সঙ্গে জড়িত দুইজনের ফাঁসিও কার্যকর করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের খ্যাতিমান অভিনেত্রী তারানেহ আলিদুস্তি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করা সুপরিচিত এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে ইরানের কর্তৃপক্ষ। দেশটিতে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ নিয়ে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগে তারানা আলিদোস্তি নামের ওই অভিনেত্রীকে আটক করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। গত সপ্তাহে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারানা ইরানে বিক্ষোভের সঙ্গে জড়িত এক ব্যক্তির ফাঁসি কার্যকরের তুমুল সমালোচনা করেছিলেন। অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য সেলসম্যানে’ অভিনয় করে খ্যাতি কুড়ানো ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী মোহসেন শেকারির ফাঁসির বিরুদ্ধে কথা না বলা আন্তর্জাতিক সংস্থাগুলোকে একহাত নিয়েছেনও। ইরানি কর্তৃপক্ষ মোহসেন শেকারিকে ‘দাঙ্গাকারী’ অভিহিত করে সেপ্টেম্বরে তেহরানের একটি প্রধান সড়ক আটকে রাখা এবং বড় ছোরা দিয়ে আধাসামরিক বাহিনীর এক সদস্যকে জখম করার দায়ে তার ফাঁসি কার্যকরের কথা জানিয়েছে। “নাম তার মোহসেন শেকারি। প্রতিটি আন্তর্জাতিক সংস্থা, যারা তার রক্তপাত দেখেছে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, তারা মানবতার কলঙ্ক,” লিখেছেন তারানা।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সুপরিচিত এ অভিনেত্রী ‘তার দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো নথি’ হাজির করতে ব্যর্থ হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ৮০ লাখের বেশি অনুসারীসমৃদ্ধ তারানার ইনস্টাগ্রাম অ্যাকউন্টও এখন আর প্ল্যাটফর্মটিতে দেখা যাচ্ছে না। তার অভিনীত ‘দ্য সেলসম্যান’ ২০১৬ সালে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার জেতে। তারানা সম্প্রতি সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুর পর দানা বেঁধে ওঠা বিক্ষোভ থেকে দেশজুড়ে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন দমনে কর্তৃপক্ষের বলপ্রয়োগের বিরুদ্ধে অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠেন। বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে নভেম্বরে তিনি ইনস্টাগ্রামে মাথায় স্কার্ফ না পরে যে ছবি দিয়েছিলেন তা অনেকেরই নজর কাড়ে। ইরানে এ বছরের সরকারবিরোধী বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির শাসকগোষ্ঠীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে হাজির হয়েছে। কর্তৃপক্ষ এরই মধ্যে বিক্ষোভের সঙ্গে জড়িত দুইজনের ফাঁসিও কার্যকর করেছে।