আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে সহিংসতার ঘটনায় আহত ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার কারাগারে আগুনের ধোঁয়ার কারণে রাতে প্রথম চার বন্দি শ্বাসকষ্টে মারা যান। সোমবার আহত চারজনের মৃত্যুর কারণ স্পষ্ট করেনি বিচার বিভাগ। কারাগারে বন্দিদের মধ্যে লড়াই এবং অগ্নিকা-ে আহত হয়েছিলেন বলে জানিয়েছে তেহরান। ইরানের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, মৃত আটজন বন্দিকে চুরি সম্পর্কিত অপরাধের জন্য কারাগারে বন্দি করা হয়েছিল। শনিবারের ঘটনায় কারাগার থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। কারাগারটিতে থাকা ব্যক্তিদের বেশিরভাগই রাজনৈতিক বন্দি। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকা ইরানিরাও রয়েছেন। দীর্ঘদিন ধরে পশ্চিমা অধিকার গোষ্ঠীগুলো এই কারাগারটির সমালোচনা করে আসছিল। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সরকারের ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এটিও অন্তর্ভুক্ত ছিল।