ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ইরানি ড্রোন নিয়ে কিয়েভে হামলে পড়লো রুশবাহিনী

  • আপডেট সময় : ১২:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়া। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানীতে। স্থানীয় সময় সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চারবার বড় ধরনের হামলা হয়েছে বলে জানিয়েছে শহরের সামরিক প্রশাসন। খবর সিএননে’র। কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে বিবৃতিতে জানিয়েছে, হামলায় শেভচেনকিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট হওয়া যায়নি। সোমবার ভোরে ড্রোন হামলায় বিস্ফোরণে কেঁপে উঠে কিয়েভ। আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। প্রাণ বাঁচতে ভবনের আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন অনেকে। বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠে। একাধিক বিস্ফোরণের পর সেনা ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। আবাসিক ভবনধসের বেশ কিছু ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো। সোমবারে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কামিকাজে ড্রোন এগিয়ে আসছে কিয়েভের অভ্যন্তরে। টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেন, হামলা এখনও চলছে। ড্রোন দক্ষিণ ও পূর্ব দিক থেকে কিয়েভের দিকে এসেছে। সবাই আশ্রয়কেন্দ্রে থাকুন। ইউক্রেনজুড়ে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়তে থাকায় পশ্চিমাদেশগুলোর কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে কিয়েভ। গত কয়েকদিন আগে রাশিয়া ইউক্রেনজুড়ে দফায় দফায় ক্ষেপাস্ত্র হামলা চালানোর পর এটিই বড় ধরনের ঘটনা। ওই হামলায় অন্তত ১৯ জন মারা যান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ এই মুহূর্তে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে

ইরানি ড্রোন নিয়ে কিয়েভে হামলে পড়লো রুশবাহিনী

আপডেট সময় : ১২:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়া। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানীতে। স্থানীয় সময় সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চারবার বড় ধরনের হামলা হয়েছে বলে জানিয়েছে শহরের সামরিক প্রশাসন। খবর সিএননে’র। কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে বিবৃতিতে জানিয়েছে, হামলায় শেভচেনকিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট হওয়া যায়নি। সোমবার ভোরে ড্রোন হামলায় বিস্ফোরণে কেঁপে উঠে কিয়েভ। আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। প্রাণ বাঁচতে ভবনের আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন অনেকে। বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠে। একাধিক বিস্ফোরণের পর সেনা ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। আবাসিক ভবনধসের বেশ কিছু ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো। সোমবারে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কামিকাজে ড্রোন এগিয়ে আসছে কিয়েভের অভ্যন্তরে। টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেন, হামলা এখনও চলছে। ড্রোন দক্ষিণ ও পূর্ব দিক থেকে কিয়েভের দিকে এসেছে। সবাই আশ্রয়কেন্দ্রে থাকুন। ইউক্রেনজুড়ে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়তে থাকায় পশ্চিমাদেশগুলোর কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে কিয়েভ। গত কয়েকদিন আগে রাশিয়া ইউক্রেনজুড়ে দফায় দফায় ক্ষেপাস্ত্র হামলা চালানোর পর এটিই বড় ধরনের ঘটনা। ওই হামলায় অন্তত ১৯ জন মারা যান।