ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

ইরানি ড্রোনে হামলা চালাচ্ছে রাশিয়া, অনেক প্রমাণ রয়েছে : যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ১২:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমারা জোরলো দাবি করছে যে ইউক্রেনীয় ভূখ-ে যুদ্ধে ইরানের সরবরাহ ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করলেও মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইজও অভিযোগ করেন, ইউক্রেনে ইরানি ড্রোনে হামলা চালাচ্ছে রাশিয়া, এ বিষয়ে ‘প্রচুর প্রমাণ’ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। খবর সিএনএনের। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে নেড প্রাইজ আরও বলেন, যুক্তরাষ্ট্র গত জুলাই থেকে সতর্ক করে আসছিল যে ইরান ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে ইউএভি স্থানান্তরের পরিকল্পনা করছে। এগুলো ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোতে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানি ড্রোন ব্যবহার করছে মস্কো। যা ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি মাসে তেহরানের তৈরি কামিকাজে ড্রোনে কিয়েভসহ ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র থেকে আবাসিক স্থাপনায় জোরালো হামলা চালাচ্ছে রুশ বাহিনী। যদিও পশ্চিমাদের এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তেহরান-মস্কো। এ ঘটনায় মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রিমিয়া ভূখ-ে রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণের পাশাপাশি পরামর্শ দিতে সামরিক সংশ্লিষ্টদের পাঠিয়েছে ইরান। তবে এটিও প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের মুখপাত্র।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মালয়েশিয়া অংশীদারিত্ব আরো গভীর করার অঙ্গীকার

ইরানি ড্রোনে হামলা চালাচ্ছে রাশিয়া, অনেক প্রমাণ রয়েছে : যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমারা জোরলো দাবি করছে যে ইউক্রেনীয় ভূখ-ে যুদ্ধে ইরানের সরবরাহ ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করলেও মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইজও অভিযোগ করেন, ইউক্রেনে ইরানি ড্রোনে হামলা চালাচ্ছে রাশিয়া, এ বিষয়ে ‘প্রচুর প্রমাণ’ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। খবর সিএনএনের। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে নেড প্রাইজ আরও বলেন, যুক্তরাষ্ট্র গত জুলাই থেকে সতর্ক করে আসছিল যে ইরান ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে ইউএভি স্থানান্তরের পরিকল্পনা করছে। এগুলো ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোতে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানি ড্রোন ব্যবহার করছে মস্কো। যা ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি মাসে তেহরানের তৈরি কামিকাজে ড্রোনে কিয়েভসহ ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র থেকে আবাসিক স্থাপনায় জোরালো হামলা চালাচ্ছে রুশ বাহিনী। যদিও পশ্চিমাদের এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তেহরান-মস্কো। এ ঘটনায় মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রিমিয়া ভূখ-ে রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণের পাশাপাশি পরামর্শ দিতে সামরিক সংশ্লিষ্টদের পাঠিয়েছে ইরান। তবে এটিও প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের মুখপাত্র।