আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সময় ইরাক সীমান্তে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ জন তুর্কি সেনা মারা গেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
গত সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিস্ফোরণে আরও দুইজন সেনা আহত হয়েছে, সামরিক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে নিহত ও আহত সেনাদের নাম-পরিচয় এবং তাদের বর্তমান শারীরিক পরিস্থিতি জানায়নি আঙ্কারা।
মূলত সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকেকে বিরোধী অভিযান চালাচ্ছিল তুরস্কের সেনাবাহিনী। দীর্ঘদিন যাবৎ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ সক্রিয় দলটি। গেল সপ্তাহেও দেশের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে মর্টারশেল ছোঁড়ে পিকেকে সদস্যরা। তাতে নিহত হন এক সেনা সদস্য।
ইরাক সীমান্তে বোমা বিস্ফোরণ, ৩ তুর্কি সেনা নিহত
ট্যাগস :
ইরাক সীমান্তে বোমা বিস্ফোরণ
জনপ্রিয় সংবাদ