ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ইরাকে রাজনৈতিক সহিংসতায় নিহত ২০

  • আপডেট সময় : ০২:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

বিদেশ ডেস্ক : ইরাকের পার্লামেন্টের কাছে সুরক্ষিত এলাকা গ্রিন জোনে ভয়াবহ রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ২০ জন। রাজধানী বাগদাদে অবস্থানরত কুয়েতের নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দেয় হয়েছে। সহিংসতার মধ্যে নাগরিকদের ইরাকে না যাওয়ার নির্দেশ দিয়েছে তেহরান। এ সময় আহত হয়েছে অন্তত ৩৫০ জন। এদের মধ্যে কেউ কেউ গুলিবিদ্ধ, অন্যরা কাঁদানে গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছে, বলে জানিয়েছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে সুরক্ষিত ও কূটনৈতিক এলাকা গ্রিন জোন রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ এখনও একই মাত্রায় চলছে।
দেশটির শিয়া ধর্মীয় গুরু ও রাজনীতিবিদ মুকতাদা আল-সদর তার সর্মথকদের ওপর নিরাপত্তাবাহিনীর নিপীড়ন বন্ধের দাবিতে অনশন শুরু করেছেন। এর আগে, সহিংসতা বন্ধ ও শান্তির স্বার্থে রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দেন এই শিয়া ধর্মগুরু। সেই সঙ্গে সারা দেশে তার দলীয় কার্যালয় বন্ধ করে দেয়ারও ঘোষণা দেন তিনি। তার রাজনীতি থেকে অব্যাহতির এই ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন সর্মথকরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

ইরাকে রাজনৈতিক সহিংসতায় নিহত ২০

আপডেট সময় : ০২:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

বিদেশ ডেস্ক : ইরাকের পার্লামেন্টের কাছে সুরক্ষিত এলাকা গ্রিন জোনে ভয়াবহ রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ২০ জন। রাজধানী বাগদাদে অবস্থানরত কুয়েতের নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দেয় হয়েছে। সহিংসতার মধ্যে নাগরিকদের ইরাকে না যাওয়ার নির্দেশ দিয়েছে তেহরান। এ সময় আহত হয়েছে অন্তত ৩৫০ জন। এদের মধ্যে কেউ কেউ গুলিবিদ্ধ, অন্যরা কাঁদানে গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছে, বলে জানিয়েছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে সুরক্ষিত ও কূটনৈতিক এলাকা গ্রিন জোন রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ এখনও একই মাত্রায় চলছে।
দেশটির শিয়া ধর্মীয় গুরু ও রাজনীতিবিদ মুকতাদা আল-সদর তার সর্মথকদের ওপর নিরাপত্তাবাহিনীর নিপীড়ন বন্ধের দাবিতে অনশন শুরু করেছেন। এর আগে, সহিংসতা বন্ধ ও শান্তির স্বার্থে রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দেন এই শিয়া ধর্মগুরু। সেই সঙ্গে সারা দেশে তার দলীয় কার্যালয় বন্ধ করে দেয়ারও ঘোষণা দেন তিনি। তার রাজনীতি থেকে অব্যাহতির এই ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন সর্মথকরা।