আন্তর্জাতিক ডেস্ক : উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের কাছে অবস্থিত দুটি তেলকূপে বোমা হামলা চালিয়েছে। এতে ওই এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। তবে বোমা হামলার কারণে বাই হাসান তেলেক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি। জানা গেছে, তেলকূপের কাছে যে অগ্নিকা-ের সূচনা হয়েছিল তাতে তেল উৎপাদনে বড় ধরনের বিঘœ সৃষ্টির আগেই দ্রুত নিয়ন্ত্রণে আনে ইরাকের আগুন নির্বাপক দল। একটি নিরাপত্তা সূত্র বলছে, নিরাপত্তা পোস্টে হামলার অর্থ হচ্ছে- পুলিশকে এদিকে ব্যস্ত রেখে সন্ত্রাসীদেরকে পরিকল্পনা মতো ভেতরে ঢুকিয়ে তেলক্ষেত্রে বোমা হামলার সুযোগ করে দেয়া।
জনপ্রিয় সংবাদ