ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

ইরাকের পার্লামেন্টে বৈঠকের সময় রকেট হামলা

  • আপডেট সময় : ০২:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইরাকের পার্লামেন্টে বৈঠকের সময় রাজধানী বাগদাদের গ্রিন জোনের কাছে নয়টি রকেট বোমা হামলা হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরাকি সামরিক বাহিনী। ঘটনার সময় পার্লামেন্টে ১৬৯ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, রকেট হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। তবে, কেউ নিহত হয়েছেন কিনা জানা জায়নি। বাগদাদের গ্রিন জোনে সরকারি ভবন ও বিভিন্ন বিদেশি হাইকমিশন রয়েছে। খবরে বলা হয়, রকেট বোমাগুলো গ্রিন জোন ও আশপাশের এলাকায় পড়ে। আলাউই নামে একটি এলাকার মসজিদের কাছে একটি বোমা বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশনটি ছিল মূলত দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের। তবে, এ প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে। ইরাকি সামরিক বাহিনী মনে করে, বিতর্কিত সংসদ অধিবেশনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া হবে। অবশ্য, দেশটির শক্তিশালী শিয়া নেতা মুকতাদা আল সদরের সঙ্গে সম্পৃক্ত পার্লামেন্টের সদস্যরা অধিবেশন বয়কট করেছেন। রকেট হামলার পর এ ঘটনায় টুইটারে এক পোস্টের মাধ্যমে নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকের পার্লামেন্টে বৈঠকের সময় রকেট হামলা

আপডেট সময় : ০২:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

প্রত্যাশা ডেস্ক : ইরাকের পার্লামেন্টে বৈঠকের সময় রাজধানী বাগদাদের গ্রিন জোনের কাছে নয়টি রকেট বোমা হামলা হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরাকি সামরিক বাহিনী। ঘটনার সময় পার্লামেন্টে ১৬৯ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, রকেট হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। তবে, কেউ নিহত হয়েছেন কিনা জানা জায়নি। বাগদাদের গ্রিন জোনে সরকারি ভবন ও বিভিন্ন বিদেশি হাইকমিশন রয়েছে। খবরে বলা হয়, রকেট বোমাগুলো গ্রিন জোন ও আশপাশের এলাকায় পড়ে। আলাউই নামে একটি এলাকার মসজিদের কাছে একটি বোমা বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশনটি ছিল মূলত দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের। তবে, এ প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে। ইরাকি সামরিক বাহিনী মনে করে, বিতর্কিত সংসদ অধিবেশনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া হবে। অবশ্য, দেশটির শক্তিশালী শিয়া নেতা মুকতাদা আল সদরের সঙ্গে সম্পৃক্ত পার্লামেন্টের সদস্যরা অধিবেশন বয়কট করেছেন। রকেট হামলার পর এ ঘটনায় টুইটারে এক পোস্টের মাধ্যমে নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি।