ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

‘ইয়ার্কি মেরে প্রেগন্যান্ট কি না জিজ্ঞেস করা যায়?’

  • আপডেট সময় : ০৫:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই ওপার বাংলার অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন দিতিপ্রিয়া। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে সহ-অভিনেতার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন।

জিতু কামালের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর থেকেই এই সমস্যার সূত্রপাত বলে জানান দিতিপ্রিয়া। তিনি জানান, প্রোডাকশন টিম তাদের দু’জনকেই ছবি দিয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। জিতু তেমনই একটি ছবি পোস্ট করেছিলেন, যা দিতিপ্রিয়ার ব্যক্তিগতভাবে পছন্দ ছিল না।

ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বলেন, ‘আমরা আসলে সকলেই ভাবি মেয়েদের কাজই হলো মুখ বুজে সব সহ্য করা। তাই এরকমটা তো করাই যায়। ইয়ার্কিটা কোথায় থামাতে হয় এটা যদি কেউ বুঝতে না পারেন, তা হলে খুব মুশকিল একসঙ্গে কাজ করা। আমি সবসময়ই আমার পার্সোনাল আর প্রফেশনাল জীবনটাকে আলাদা করে রাখতে চেয়েছি।’

তার কথায়, ‘প্রচারের স্বার্থে তৈরি করা খবর বাদ দিলে ইন্ডাস্ট্রিতে আমাদের নিয়ে কোনও গুঞ্জনও শুনতে পাবে না কেউ। আমার থেকে এত সিনিয়র একজনের থেকে আমি তো একটু কমফোর্ট জোন আশা করবই। সেখানে একজন সহ-অভিনেতা আমার সঙ্গে সেটে কথা বলেন না। জিজ্ঞেস করলে উত্তর দেন আমার মাকে ভয় পান তাই।’

প্রেগন্যান্টের বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি যাকে পছন্দ করব না, তাকে মেসেজই বা কেন করব। ইন্ডাস্ট্রি বলে কি কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই? ইয়ার্কি মেরে ১৫ থেকে ১৬ বছরের ছোট কাউকে কি কখনও এ ভাবে প্রেগন্যান্ট কি না জিজ্ঞেস করা যায়? এই সত্যিগুলো বললে যদি কারও মনে হয় আমি ইয়ার্কি নিতে পারি না, তা হলে সত্যিই পারি না।’

এই অভিযোগের বিষয়ে জিতু বলেন, ‘ও একদমই বাচ্চা মেয়ে, অপরিণত এর থেকে বেশি কিছু এই মুহূর্তে আমার বলার নেই। এটা আমার মায়ের শিক্ষা, কাউকে কখনও অমর্যাদা করব না।’

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইয়ার্কি মেরে প্রেগন্যান্ট কি না জিজ্ঞেস করা যায়?’

আপডেট সময় : ০৫:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই ওপার বাংলার অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন দিতিপ্রিয়া। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে সহ-অভিনেতার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন।

জিতু কামালের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর থেকেই এই সমস্যার সূত্রপাত বলে জানান দিতিপ্রিয়া। তিনি জানান, প্রোডাকশন টিম তাদের দু’জনকেই ছবি দিয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। জিতু তেমনই একটি ছবি পোস্ট করেছিলেন, যা দিতিপ্রিয়ার ব্যক্তিগতভাবে পছন্দ ছিল না।

ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বলেন, ‘আমরা আসলে সকলেই ভাবি মেয়েদের কাজই হলো মুখ বুজে সব সহ্য করা। তাই এরকমটা তো করাই যায়। ইয়ার্কিটা কোথায় থামাতে হয় এটা যদি কেউ বুঝতে না পারেন, তা হলে খুব মুশকিল একসঙ্গে কাজ করা। আমি সবসময়ই আমার পার্সোনাল আর প্রফেশনাল জীবনটাকে আলাদা করে রাখতে চেয়েছি।’

তার কথায়, ‘প্রচারের স্বার্থে তৈরি করা খবর বাদ দিলে ইন্ডাস্ট্রিতে আমাদের নিয়ে কোনও গুঞ্জনও শুনতে পাবে না কেউ। আমার থেকে এত সিনিয়র একজনের থেকে আমি তো একটু কমফোর্ট জোন আশা করবই। সেখানে একজন সহ-অভিনেতা আমার সঙ্গে সেটে কথা বলেন না। জিজ্ঞেস করলে উত্তর দেন আমার মাকে ভয় পান তাই।’

প্রেগন্যান্টের বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি যাকে পছন্দ করব না, তাকে মেসেজই বা কেন করব। ইন্ডাস্ট্রি বলে কি কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই? ইয়ার্কি মেরে ১৫ থেকে ১৬ বছরের ছোট কাউকে কি কখনও এ ভাবে প্রেগন্যান্ট কি না জিজ্ঞেস করা যায়? এই সত্যিগুলো বললে যদি কারও মনে হয় আমি ইয়ার্কি নিতে পারি না, তা হলে সত্যিই পারি না।’

এই অভিযোগের বিষয়ে জিতু বলেন, ‘ও একদমই বাচ্চা মেয়ে, অপরিণত এর থেকে বেশি কিছু এই মুহূর্তে আমার বলার নেই। এটা আমার মায়ের শিক্ষা, কাউকে কখনও অমর্যাদা করব না।’

এসি/