ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াবা জব্দ

  • আপডেট সময় : ০৮:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৮ হাজার ৫০০টি ইয়াবা জব্দ করা হয়েছে। গত শনিবার রাতে টেকনাফ পৌরসভার বাসস্টপ এলাকা ও কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে পৃথকভাবে এ অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার তিনজনকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিফাত উল্লাহ বলেন, গতকাল রাত আটটার দিকে টেকনাফ পৌরসভার বাসস্টপ এলাকার হক সুপার মার্কেটের মৌসুমি কসমেটিকস নামে একটি দোকানে ক্রেতা সেজে ইয়াবা কিনতে যান তারা। কসমেটিকসের আড়ালে ইয়াবা বেচাকেনা করতেন লোহাগাড়ার বাসিন্দা দোকানমালিক মোহাম্মদ জালাল উদ্দীন (৪৩)। সেখানে তার কাছ থেকে দুই হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।
অন্যদিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের রামুর মরিচ্যা যৌথ তল্লাশি চৌকিতে লবণবাহী একটি ট্রাক থেকে ৩৬ হাজার ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়ন কল্পে মাঠপর্যায়ে বিজিবির অভিযান কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা চলছে।
রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, গতকাল রাত ৯টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী সন্দেহজনক একটি ট্রাককে থামানো হয়। পরে তল্লাশি করে ট্রাকের ড্যাশ বোর্ডের ভেতর থেকে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার ইয়াবা চালানটি জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আরিফ (৩২) ও সহকারী কক্সবাজারের চকরিয়ার ইলিশিয়া বাজারের মো. ইসমাইল হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। ট্রাকটি জব্দ করে রামু থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইয়াবা জব্দ

আপডেট সময় : ০৮:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৮ হাজার ৫০০টি ইয়াবা জব্দ করা হয়েছে। গত শনিবার রাতে টেকনাফ পৌরসভার বাসস্টপ এলাকা ও কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে পৃথকভাবে এ অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার তিনজনকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিফাত উল্লাহ বলেন, গতকাল রাত আটটার দিকে টেকনাফ পৌরসভার বাসস্টপ এলাকার হক সুপার মার্কেটের মৌসুমি কসমেটিকস নামে একটি দোকানে ক্রেতা সেজে ইয়াবা কিনতে যান তারা। কসমেটিকসের আড়ালে ইয়াবা বেচাকেনা করতেন লোহাগাড়ার বাসিন্দা দোকানমালিক মোহাম্মদ জালাল উদ্দীন (৪৩)। সেখানে তার কাছ থেকে দুই হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।
অন্যদিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের রামুর মরিচ্যা যৌথ তল্লাশি চৌকিতে লবণবাহী একটি ট্রাক থেকে ৩৬ হাজার ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়ন কল্পে মাঠপর্যায়ে বিজিবির অভিযান কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা চলছে।
রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, গতকাল রাত ৯টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী সন্দেহজনক একটি ট্রাককে থামানো হয়। পরে তল্লাশি করে ট্রাকের ড্যাশ বোর্ডের ভেতর থেকে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার ইয়াবা চালানটি জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আরিফ (৩২) ও সহকারী কক্সবাজারের চকরিয়ার ইলিশিয়া বাজারের মো. ইসমাইল হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। ট্রাকটি জব্দ করে রামু থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।