কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলুগোলা এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি পলিথিনের ব্যাগ ফেলে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায় তারা। পরে বিজিবি টহলদল ওই ব্যাগ থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।