ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
ইয়াবাসহ ইউপি সদস্য ও তার দুই সহযোগী আটক

ইয়াবাসহ ইউপি সদস্য ও তার দুই সহযোগী আটক

  • আপডেট সময় : ০৫:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

বরিশাল সংবাদদাতা: বরিশালের গৌরনদী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ স্থানীয় ইউপি সদস্য ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বরিশাল জেলা পুলিশ সুপার ওহাহিদুল ইসলাম। আটককৃতরা হলেন- গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. আশরাফ সরদারের ছেলে সোহেল সরদার (৩২) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আব্দুল মান্নানের ছেলে মো. ফোরকান (২২) ও জাফর আহমেদের মেয়ে হালিমা বেগম (৪০)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, রবিবার উপজেলার ভুরঘাটা নামক স্থানে ঢাকা বরিশাল হাইওয়ে সড়কে তাদের তল্লাশি করে প্রায় নয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, খানজাপুর ইউনিয়নের ইউপি সদস্য সোহেল সরদার এর আগেও একাধিকবার মাদকসংশ্লিষ্ট ঘটনায় আটক হয়েছেন। তারপরও তিনি জনপ্রতিনিধি হিসেবে কিভাবে বহাল থাকেন এ নিয়ে প্রশ্ন তার। বরিশাল জেলা গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর কাজী ওবায়দুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয় হাজার ইয়াবাসহ ইউপি সদস্য সোহেল সরদার ও তার দুই সহযোগীকে আটক করেছি। এই ঘটনায় বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাও দায়ের করেছি।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবাসহ ইউপি সদস্য ও তার দুই সহযোগী আটক

ইয়াবাসহ ইউপি সদস্য ও তার দুই সহযোগী আটক

আপডেট সময় : ০৫:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

বরিশাল সংবাদদাতা: বরিশালের গৌরনদী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ স্থানীয় ইউপি সদস্য ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বরিশাল জেলা পুলিশ সুপার ওহাহিদুল ইসলাম। আটককৃতরা হলেন- গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. আশরাফ সরদারের ছেলে সোহেল সরদার (৩২) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আব্দুল মান্নানের ছেলে মো. ফোরকান (২২) ও জাফর আহমেদের মেয়ে হালিমা বেগম (৪০)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, রবিবার উপজেলার ভুরঘাটা নামক স্থানে ঢাকা বরিশাল হাইওয়ে সড়কে তাদের তল্লাশি করে প্রায় নয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, খানজাপুর ইউনিয়নের ইউপি সদস্য সোহেল সরদার এর আগেও একাধিকবার মাদকসংশ্লিষ্ট ঘটনায় আটক হয়েছেন। তারপরও তিনি জনপ্রতিনিধি হিসেবে কিভাবে বহাল থাকেন এ নিয়ে প্রশ্ন তার। বরিশাল জেলা গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর কাজী ওবায়দুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয় হাজার ইয়াবাসহ ইউপি সদস্য সোহেল সরদার ও তার দুই সহযোগীকে আটক করেছি। এই ঘটনায় বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাও দায়ের করেছি।