ক্রীড়া ডেস্ক: টেস্ট ক্রিকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন ইমরুল কায়েস। আজ শনিবার (১৬ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিজের শেষ চারদিনের ম্যাচ খেলবেন তিনি। এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) ফেসবুক পোস্টে দীর্ঘ কথা লিখে জানিয়েছেন নিজের অনূভুতি।
অবসরের সিদ্ধান্তটাকে নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলেই উল্লেখ করেছেন ইমরুল কায়েস, ‘কালকে ১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।’
এরপরেই নিজের ক্রিকেটার হওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা বাবাকে নিয়ে করলেন স্মৃতিচারণ, ‘যে মানুষটা না থাকলে হয়তো আমার ক্রিকেটার, কিংবা আজকের ইমরুল কায়েস হয়ে ওঠা হতো না। সেই মানুষটা আমার লাইফের সবচেয়ে স্পেশাল মানুষ, আমার বাবা! আমার বাবা সবসময় বলতো, “যেদিন তুমি লর্ডস এ খেলবা, আর ব্যাট উঠাবা দর্শকদের দিকে, সেইদিন আমি হবো সবচেয়ে ঐধঢ়ঢ়ু মানুষ!”
মেহেরপুরে, আমার যখন মাত্র ৬-৭ বছর বয়স, তখন বাবা আমাকে একটা ক্রকেট ব্যাট বানিয়ে দিয়েছিলেন। তারপর তিনি বল করতেন, আমি ব্যাট করতাম। আমি সবসময় চেষ্টা করেছি, ক্রিকেটটাকে আমার বাবার আদর্শ আর ঐড়হবংঃু‘র জালে ঘিরে রাখার।’
দেশের জার্সিতে ক্যারিয়ার লম্বা হতে না পারার আক্ষেপ যেমন ঝড়েছে ইমরুলের স্ট্যাটাসে, তেমনি নতুন প্রজন্মের জন্যও জানিয়েছে শুভকামনা, ‘আমার দেশের হয়ে আরও অনেক কিছু দেবার ইচ্ছা ছিলো। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে, আমি চাই আমার ইচ্ছার বাকিটুকু নতুন প্রজন্মের ছেলেরা করুক, ইনশাল্লাহ। তাদের হাত ধরে বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি সম্মান বয়ে আনুক, বিশ্ব জয় করুক বাংলাদেশ!’
ইমরুল তার বিদায়ী ম্যাচের আগে ধন্যবাদ জানিয়েছেন অনেককেই, ‘এই বিদায়বেলায়, আমি কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই এবং কিছু মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই- প্রথমে আমার কোচ জামিলুর রহমান সাদ ভাইকে। আরও ধন্যবাদ দিতে চাই- শামসুল ভাই, এহসান স্যার, হুমায়ুন চাচা, খালেদ মাহমুদ সুজন ভাই, কোচ বাবুল ভাই, কোচ সালাউদ্দিন স্যার, ফাহিম স্যার, ইঈই’র সকল গ্রাউন্ড এর মাঠকর্মী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আম্পায়ার্স, ম্যাচ রেফারি, সাপোর্টিং স্টাফসহ আমার এই পথযাত্রায় অবদান রাখা প্রত্যেকটা মানুষকে!’
ইমরুল কায়েস অবশ্য জানিয়েছেন ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেট আরও কিছুদিনের জন্য চালিয়ে যেতে চান তিনি, ‘আমি শুধু টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমি ঙউও এবং ঞ২০ ক্রিকেট আরও কয়েক বছর পড়হঃরহঁব করতে চাই, ঝঢ়বপরধষষু ইচখ এবং উচখ খেলতে চাই। আমি আশা করি, ইঈই আমার ইচ্ছাটাকে সম্মান দিবে এবং সম্মত হবে। যদি কখনো আবার সুযোগ হয়, আপনাদের এই ভালোবাসা নিয়েই আমি দেশের ক্রিকেটের উন্নতির জন্য ভিন্ন পেশা নিয়ে কাজ করতে চাই।’
শেষে জানিয়েছেন নিজের শেষ খেলার পর দর্শকদের সঙ্গে সময় কাটাতে চান তিনি, ‘১৬ তারিখ, মিরপুর স্টেডিয়ামে, খেলাশেষে কিছু মুহূর্ত কাটাতে চাই আপনাদের সাথে, যাদের ভালোবাসায় ভর করে এগিয়ে গেছে আমার পুরো জার্নিটা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ১৬ তারিখ, খেলাশেষে দেখা হবে। আর দেখা হবে, ক্রিকেটের বিজয়ে! বাংলাদেশের বিজয়ে!’
আজকের প্রত্যাশা/কেএমএএ


























