ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইমরান-পড়শীর ‘দ্বিতীয় জীবন’

  • আপডেট সময় : ০১:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : চলতি প্রজন্মর দুই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শী। এর আগে ইমরান-পড়শীর ‘জনম জনম’ গানটি শ্রোতা-দর্শক বেশ পছন্দ করেছিল। এরপর তাদের গাওয়া ‘এক দেখায়’ গানটিও পেয়েছে দারুণ সফলতা। এ ছাড়াও কয়েকটি কাজে একসঙ্গে পাওয়া গেছে তাদের। এবার নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন তারা। গানের শিরোনাম ‘দ্বিতীয় জীবন’। ইমরানের সঙ্গে পড়শীর করা এ গানটির কথা লিখেছেন কবির বকুল। আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এরইমধ্যে এ গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন ইমরান-পড়শী। সৈকত রেজার পরিচালনায় বেশ আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে দুই শিল্পীকে। সিএমভি’র ব্যানারে দ্রুতই প্রকাশ পাচ্ছে গানটি। ইমরান বলেন, আমার ও পড়শীর দ্বৈত গান এর আগেও শ্রোতা-দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এবারের গানটির কথা-সুরেও ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। ভিডিওটাও করা হয়েছে আলাদা আয়োজনে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। পড়শী বলেন, গানটি খুব ভালো হয়েছে। বেশ আশাবাদী এটি নিয়ে। ইমরান ভাইয়া ও আমার গান নিয়ে আলাদা একটি প্রত্যাশা থাকে সবার। সেই প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ এ গানের মাধ্যমে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইমরান-পড়শীর ‘দ্বিতীয় জীবন’

আপডেট সময় : ০১:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : চলতি প্রজন্মর দুই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শী। এর আগে ইমরান-পড়শীর ‘জনম জনম’ গানটি শ্রোতা-দর্শক বেশ পছন্দ করেছিল। এরপর তাদের গাওয়া ‘এক দেখায়’ গানটিও পেয়েছে দারুণ সফলতা। এ ছাড়াও কয়েকটি কাজে একসঙ্গে পাওয়া গেছে তাদের। এবার নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন তারা। গানের শিরোনাম ‘দ্বিতীয় জীবন’। ইমরানের সঙ্গে পড়শীর করা এ গানটির কথা লিখেছেন কবির বকুল। আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এরইমধ্যে এ গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন ইমরান-পড়শী। সৈকত রেজার পরিচালনায় বেশ আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে দুই শিল্পীকে। সিএমভি’র ব্যানারে দ্রুতই প্রকাশ পাচ্ছে গানটি। ইমরান বলেন, আমার ও পড়শীর দ্বৈত গান এর আগেও শ্রোতা-দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এবারের গানটির কথা-সুরেও ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। ভিডিওটাও করা হয়েছে আলাদা আয়োজনে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। পড়শী বলেন, গানটি খুব ভালো হয়েছে। বেশ আশাবাদী এটি নিয়ে। ইমরান ভাইয়া ও আমার গান নিয়ে আলাদা একটি প্রত্যাশা থাকে সবার। সেই প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ এ গানের মাধ্যমে।