ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ইমরান খান হতে পারলেন না বাবর

  • আপডেট সময় : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার মজা করেই বলেছিলেন, মেলবোর্নের ফাইনাল জিতলে ২০৪৮ সাল নাগাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যাবেন বাবর আজম! এই মেলবোর্নেই ১৯৯২ বিশ্বকাপ জয়ের ২৬ বছর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান। তাহলে একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে বাবর কেন প্রধানমন্ত্রী হবেন না? কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হলো না। ইমরান খান হতে পারলেন না বাবর আজম। গতকাল রোববার রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গেল ইংল্যান্ড। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের তিন বছরের মাথায় আরো একটি বিশ্বকাপ জিতে নিল ব্রিটিশরা। বাবর বাহিনী ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে না পারলেও ইংল্যান্ড ঠিকই ৩০ বছর আগের সেই পরাজয়ের প্রতিশোধ নিল। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেওয়ার পর ইংলিশ ক্রিকেটে যে পুনর্গঠন হয়েছিল, এটা তারই ফল।
উপমহাদেশের মতো ইংল্যান্ডে ক্রিকেট ততটা জনপ্রিয় নয়। তাই মেলবোর্নের গ্যালারিতে আজ ৮০ হাজার ৪৬২ দর্শকের মাঝে ৮০ হাজারই সম্ভবত পাকিস্তানি সমর্থক ছিল! তাই মোহাম্মদ ওয়াসিমের করা ১৯তম ওভারের শেষ বলটি মিডউইকেটে ঠেলে দিয়ে বেন স্টোকস সিঙ্গেল নিতেই গ্যালারিতে নেমে এলো শ্মশানের স্তব্ধতা। অল্প কিছু ইংলিশ সমর্থক উল্লাস করছিল, যা শুনতেও বেগ পেতে হচ্ছিল। ইতিহাসে প্রথমবার কোনো দল একই সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন!

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইমরান খান হতে পারলেন না বাবর

আপডেট সময় : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার মজা করেই বলেছিলেন, মেলবোর্নের ফাইনাল জিতলে ২০৪৮ সাল নাগাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যাবেন বাবর আজম! এই মেলবোর্নেই ১৯৯২ বিশ্বকাপ জয়ের ২৬ বছর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান। তাহলে একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে বাবর কেন প্রধানমন্ত্রী হবেন না? কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হলো না। ইমরান খান হতে পারলেন না বাবর আজম। গতকাল রোববার রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গেল ইংল্যান্ড। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের তিন বছরের মাথায় আরো একটি বিশ্বকাপ জিতে নিল ব্রিটিশরা। বাবর বাহিনী ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে না পারলেও ইংল্যান্ড ঠিকই ৩০ বছর আগের সেই পরাজয়ের প্রতিশোধ নিল। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেওয়ার পর ইংলিশ ক্রিকেটে যে পুনর্গঠন হয়েছিল, এটা তারই ফল।
উপমহাদেশের মতো ইংল্যান্ডে ক্রিকেট ততটা জনপ্রিয় নয়। তাই মেলবোর্নের গ্যালারিতে আজ ৮০ হাজার ৪৬২ দর্শকের মাঝে ৮০ হাজারই সম্ভবত পাকিস্তানি সমর্থক ছিল! তাই মোহাম্মদ ওয়াসিমের করা ১৯তম ওভারের শেষ বলটি মিডউইকেটে ঠেলে দিয়ে বেন স্টোকস সিঙ্গেল নিতেই গ্যালারিতে নেমে এলো শ্মশানের স্তব্ধতা। অল্প কিছু ইংলিশ সমর্থক উল্লাস করছিল, যা শুনতেও বেগ পেতে হচ্ছিল। ইতিহাসে প্রথমবার কোনো দল একই সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন!