ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ইমরান খানের ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্যে আইনি ব্যবস্থা নেবেন শাহবাজ

  • আপডেট সময় : ০১:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্যের জন্য আইনী পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (৮ মে) অ্যাবোটাবাদে র‌্যালি ও সমাবেশে অংশ নিয়ে ইমরান খান তার সরকার উৎখাতে আবারও ‘বিদেশি ষড়যন্ত্র’ উল্লেখ করে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইমরান খানের রোববারের ওই বক্তব্যকে ঘিরে ‘পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র’ করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন। পিএমএল-এন-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, যারা জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আখ্যান তৈরি করছে তারাই প্রকৃত ‘মীর জাফর ও মীর সাদিক’। অ্যাবোটাবাদে সমাবেশে ইমরান খানের বক্তব্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শাহবাজ আরও বলেন যে, পাকিস্তান রাষ্ট্র, সংবিধান এবং জাতীয় প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা হয়েছে, তাই পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে ইমরান খান রাজনীতিতে ষড়যন্ত্র করছেন না, বরং তিনি পাকিস্তানের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন। এদিকে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে অপ্রমাণিত, মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য এবং মন্তব্য ছড়িয়ে দেওয়ার নিন্দা জানাচ্ছে এবং এটিকে দেশের জন্য ‘অত্যন্ত ক্ষতিকর’ বলে অভিহিত করছে।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী আশা রাখে, সবাই আইন মেনে চলবে। পাকিস্তানের সর্বোত্তম স্বার্থে সশস্ত্র বাহিনীকে সকলে রাজনৈতিক আলোচনা থেকে দূরে রাখবে। এদিকে, ইসলামাবাদের লংমার্চ কর্মসূচিতে ২০ লাখ মানুষ অংশ নেবে বলে আশাবাদী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অ্যাবোটাবাদে এক ভাষণে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে, দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ঘোষণা দিয়ে বলেছেন যে ইসলামাবাদে পিটিআই-এর পরিকল্পিত লংমার্চ যদি রক্তপাতের সূচনা করে, তবে সরকার তা কঠোরভাবে দমন করবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

ইমরান খানের ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্যে আইনি ব্যবস্থা নেবেন শাহবাজ

আপডেট সময় : ০১:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্যের জন্য আইনী পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (৮ মে) অ্যাবোটাবাদে র‌্যালি ও সমাবেশে অংশ নিয়ে ইমরান খান তার সরকার উৎখাতে আবারও ‘বিদেশি ষড়যন্ত্র’ উল্লেখ করে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইমরান খানের রোববারের ওই বক্তব্যকে ঘিরে ‘পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র’ করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন। পিএমএল-এন-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, যারা জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আখ্যান তৈরি করছে তারাই প্রকৃত ‘মীর জাফর ও মীর সাদিক’। অ্যাবোটাবাদে সমাবেশে ইমরান খানের বক্তব্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শাহবাজ আরও বলেন যে, পাকিস্তান রাষ্ট্র, সংবিধান এবং জাতীয় প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা হয়েছে, তাই পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে ইমরান খান রাজনীতিতে ষড়যন্ত্র করছেন না, বরং তিনি পাকিস্তানের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন। এদিকে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে অপ্রমাণিত, মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য এবং মন্তব্য ছড়িয়ে দেওয়ার নিন্দা জানাচ্ছে এবং এটিকে দেশের জন্য ‘অত্যন্ত ক্ষতিকর’ বলে অভিহিত করছে।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী আশা রাখে, সবাই আইন মেনে চলবে। পাকিস্তানের সর্বোত্তম স্বার্থে সশস্ত্র বাহিনীকে সকলে রাজনৈতিক আলোচনা থেকে দূরে রাখবে। এদিকে, ইসলামাবাদের লংমার্চ কর্মসূচিতে ২০ লাখ মানুষ অংশ নেবে বলে আশাবাদী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অ্যাবোটাবাদে এক ভাষণে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে, দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ঘোষণা দিয়ে বলেছেন যে ইসলামাবাদে পিটিআই-এর পরিকল্পিত লংমার্চ যদি রক্তপাতের সূচনা করে, তবে সরকার তা কঠোরভাবে দমন করবে।