ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

  • আপডেট সময় : ০৭:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ৪ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক :পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন করছে দলটির সর্মথকরা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার সমর্থক গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাজধানী ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় তারা পুলিশের বাধা ও ব্যাপক গ্রেফতারের স্বীকার হয়। গতকাল সোমবার এপিনিউজের এক প্রতিবেদনে খরবটি নিশ্চিত করা হয়। রোববার (২৪ নভেম্বর) থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ডাক দেন ইমরান খান নিজেই। তার আহ্বানে তিনি তার সমর্থকদের ইসলামাবাদে জড়ো হতে বলেন এবং দাবির সমাধান না হওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দেন। ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ইসলামাবাদে বিক্ষোভ-সমাবেশে যোগ দিতে গাড়িবহর নিয়ে ছুটে আসে সমর্থকরা। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে নেতাকর্মীদের গাড়িবহরে যুক্ত হন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, তারা ৯ হাজার থেকে ১১ হাজার বিক্ষোভকারী রাজধানীর দিকে আসছেন। কিন্তু পিটিআই দাবি করেছে সংখ্যাটি আরও অনেক বেশি হবে। রোববার শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এসময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে। এ সময় শত শত সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। দুই দিন ধরে চলা লকডাউনে জন জীবনে দুর্ভোগ নেমেছে। ইসলামাবাদ এবং অন্যান্য শহরের মধ্যে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স এবং গাড়িগুলোকে পাঞ্জাব প্রদেশের মূল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মহাসড়কের পাশের এলাকাগুলো থেকে ফিরে যেতে দেখা গেছে। পিটিআইয়ের এ বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। এর আগে ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা-সমাবেশ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান এই উত্তেজনার মধ্যে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতি দমন বিষয়ক একটি আদালত। আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। তাকে ২৬ নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আপডেট সময় : ০৭:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক :পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন করছে দলটির সর্মথকরা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার সমর্থক গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাজধানী ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় তারা পুলিশের বাধা ও ব্যাপক গ্রেফতারের স্বীকার হয়। গতকাল সোমবার এপিনিউজের এক প্রতিবেদনে খরবটি নিশ্চিত করা হয়। রোববার (২৪ নভেম্বর) থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ডাক দেন ইমরান খান নিজেই। তার আহ্বানে তিনি তার সমর্থকদের ইসলামাবাদে জড়ো হতে বলেন এবং দাবির সমাধান না হওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দেন। ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ইসলামাবাদে বিক্ষোভ-সমাবেশে যোগ দিতে গাড়িবহর নিয়ে ছুটে আসে সমর্থকরা। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে নেতাকর্মীদের গাড়িবহরে যুক্ত হন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, তারা ৯ হাজার থেকে ১১ হাজার বিক্ষোভকারী রাজধানীর দিকে আসছেন। কিন্তু পিটিআই দাবি করেছে সংখ্যাটি আরও অনেক বেশি হবে। রোববার শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এসময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে। এ সময় শত শত সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। দুই দিন ধরে চলা লকডাউনে জন জীবনে দুর্ভোগ নেমেছে। ইসলামাবাদ এবং অন্যান্য শহরের মধ্যে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স এবং গাড়িগুলোকে পাঞ্জাব প্রদেশের মূল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মহাসড়কের পাশের এলাকাগুলো থেকে ফিরে যেতে দেখা গেছে। পিটিআইয়ের এ বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। এর আগে ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা-সমাবেশ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান এই উত্তেজনার মধ্যে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতি দমন বিষয়ক একটি আদালত। আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। তাকে ২৬ নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত।