নিজস্ব প্রতিবেদক : ইভ্যালির যা সম্পদ বর্তমানে আছে, সেসব বিক্রি করে নয় বরং তার ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে ইনভেস্টর আনার দাবি জানিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠানটির গ্রাহক ও মার্চেন্টরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি ইভ্যালির প্রধান কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেওয়া পারভেজ, রিমন, লিজাসহ কয়েকজন গ্রাহক ও মার্চেন্ট বলেন, আমরা ইভ্যালিতে টাকা দিয়ে অনেক প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এর মধ্যে সামান্য কিছু পেয়েছি। বাকিগুলো পাওয়ার আগেই কোম্পানির সিইও রাসেলকে জেলে যেতে হয়। তাই আমাদের দাবি হচ্ছে, সিইও রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে মুক্তি দিতে হবে। তারা গ্রেপ্তার হওয়ার তিন দিন আগে আমাদের সঙ্গে বৈঠক হয়েছে। ওনারা আমাদের (ভোক্তা-মার্চেন্টদের) কাছে ছয় মাস সময় চেয়েছিলেন। কিন্তু তাদেরকে সময় না দিয়ে জেলহাজতে রাখা হয়েছে। এসব ভুক্তভোগীরা বলেন, শুনলাম বর্তমান পরিচালনা পর্ষদ ইভ্যালির সম্পদ বিক্রি করে দেউলিয়া ঘোষণা করার পাঁয়তারা করছে। আমরা চাই না, ইভ্যালির কোনো সম্পদ বিক্রি করা হোক। বিক্রি যদি করতেই হয়, তাহলে কোম্পানির ওয়ারহাউজে যেসব পণ্য পড়ে আছে; সেগুলো বিক্রি করে আমাদের পাওনা টাকা ফেরত দেওয়া হোক। এসময় ইভ্যালির মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয়ক পরিচয় দিয়ে নাসির উদ্দিন বলেন, আমরা চাই না নতুন পরিচালনা পর্ষদ ইভ্যালির সম্পদ বিক্রি করুক। বরং তারা ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে, বিনিয়োগকারী খুঁজে এনে সমস্যার সমাধান করুক। তারা নিলামের মাধ্যমে গাড়ি বিক্রির যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমরা চাই না। আমরা ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের মুক্তির দাবি জানাচ্ছি। এই সমন্বয়ক আরও বলেন, ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল মুক্তি পেলে আমাদের সব সমস্যার সমাধান হবে। আমরা সেজন্য মানববন্ধন শেষে বর্তমান পরিচালনা পর্ষদের কাছে একটি স্মারকলিপি দেব।