নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডির সোবহানবাগ মসজিদের পাশের ইভ্যালির অফিসে থাকা দুটি লকারের পাসওয়ার্ড দেওয়া হয়নি। যে কারণে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে ওই লকারগুলো ভাঙা হয়েছে। গতকাল সোমবার লকার দুটি কমিটির লোকজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ইভ্যালি কার্যালয়ের বাইরে নিয়ে গ্যাস ঝালাই মেশিন দিয়ে কাটা হয়। দুটি লকারের মধ্যেই বিভিন্ন ব্যাংকের অসংখ্য চেকবই পাওয়া গেছে। তবে নগদ টাকা বা অন্য কিছু পাওয়া যায়নি। এদিন বেলা তিনটার পর ইভ্যালির কার্যালয়ে যান প্রতিনিধি দলের সদস্যরা। ইভ্যালির কার্যালয় থেকে লকার দুটি বের করা হয়। সেগুলো ভাঙার সময় ধানমন্ডিতে ইভ্যালি কার্যালয়ে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত।