ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা

  • আপডেট সময় : ০১:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এ বিচারক জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। চট্টগ্রামের চকবাজার থানাধীন ডিসি রোড এলাকার আরিফ টাওয়ারের বাসিন্দা চৌধুরী নাঈম সরোয়ার এ মামলা করেন। বাদীর আইনজীবী আবুল হাসনাত বলেন, মামলার বাদী ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে এক লাখ ৬০ হাজার টাকায় একটি মোটরসাইকেল কিনতে অনলাইনে অগ্রিম টাকা দিয়ে আবেদন করেন। পরে মোটরসাইকেল না দিয়ে ২০২১ সালের ১৪ অক্টোবর সমপরিমাণ অর্থের একটি চেক দেয় ইভ্যালি। ব্যাংকে গিয়ে দেখেন, উল্লিখিত অর্থ ওই অ্যাকাউন্টে ছিল না। এ কারণে গত ১৯ এপ্রিল ব্যাংক থেকে ওই চেক ডিজঅনার হয়। তিনি আরও জানান, মঙ্গলবার চেকের অর্থ চেয়ে আদালতে মামলা করেছেন চৌধুরী নাঈম সরোয়ার। আদালতে মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা

আপডেট সময় : ০১:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এ বিচারক জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। চট্টগ্রামের চকবাজার থানাধীন ডিসি রোড এলাকার আরিফ টাওয়ারের বাসিন্দা চৌধুরী নাঈম সরোয়ার এ মামলা করেন। বাদীর আইনজীবী আবুল হাসনাত বলেন, মামলার বাদী ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে এক লাখ ৬০ হাজার টাকায় একটি মোটরসাইকেল কিনতে অনলাইনে অগ্রিম টাকা দিয়ে আবেদন করেন। পরে মোটরসাইকেল না দিয়ে ২০২১ সালের ১৪ অক্টোবর সমপরিমাণ অর্থের একটি চেক দেয় ইভ্যালি। ব্যাংকে গিয়ে দেখেন, উল্লিখিত অর্থ ওই অ্যাকাউন্টে ছিল না। এ কারণে গত ১৯ এপ্রিল ব্যাংক থেকে ওই চেক ডিজঅনার হয়। তিনি আরও জানান, মঙ্গলবার চেকের অর্থ চেয়ে আদালতে মামলা করেছেন চৌধুরী নাঈম সরোয়ার। আদালতে মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।