ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ইভ্যালির রাসেলের আরও ৫ দিনের রিমান্ড আবেদন

  • আপডেট সময় : ০৯:৪০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলেকে আদালতে হাজির করেছে ধানমন্ডি থানা পুলিশ। আরও এক মামলায় তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘ইভ্যালির রাসেলের বিরুদ্ধে আরও একটি মামলা করেন এক ভুক্তভোগী গ্রাহক। সেই মামলায় রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গুলশান থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করেন আরেক গ্রাহক। ওই দিন বিকেলে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গুলশান থানায় প্রতারণার দায়ে রাসেল দম্পতিকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে আদালতে হাজির করা হয়। এরইমধ্যে তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় আরেক বিনিয়োগকারী ৩৬ লাখ টাকার প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। আদালত সেই মামলায় রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইভ্যালির রাসেলের আরও ৫ দিনের রিমান্ড আবেদন

আপডেট সময় : ০৯:৪০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলেকে আদালতে হাজির করেছে ধানমন্ডি থানা পুলিশ। আরও এক মামলায় তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘ইভ্যালির রাসেলের বিরুদ্ধে আরও একটি মামলা করেন এক ভুক্তভোগী গ্রাহক। সেই মামলায় রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গুলশান থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করেন আরেক গ্রাহক। ওই দিন বিকেলে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গুলশান থানায় প্রতারণার দায়ে রাসেল দম্পতিকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে আদালতে হাজির করা হয়। এরইমধ্যে তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় আরেক বিনিয়োগকারী ৩৬ লাখ টাকার প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। আদালত সেই মামলায় রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।