ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ইভিএম সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে আশা জাপানের রাষ্ট্রদূতের

  • আপডেট সময় : ০১:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে প্রধান নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছেন তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ইতো নাওকি বলেন, ‘আমি সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানার জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন তাই আলোচনা করেছি। ইভিএম নিয়ে সিইসি বলেছেন তারা কীভাবে এই সিস্টেমটি ডেভেলপড করেছেন। আমরা মনে করি ইভিএম নিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে।’
এ সময় তিনি বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন। বিএনপির নির্বাচন বয়কটে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচনের এখনো এক বছর তিন-চার মাস আছে। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা থাকবে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অধিক অংশগ্রহণমূলক করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে। আমরা আশা করি, আগামী নির্বাচন একটি ভালো নির্বাচন হবে, এটাই আমার আশা ও প্রত্যাশা।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইভিএম সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে আশা জাপানের রাষ্ট্রদূতের

আপডেট সময় : ০১:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে প্রধান নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছেন তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ইতো নাওকি বলেন, ‘আমি সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানার জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন তাই আলোচনা করেছি। ইভিএম নিয়ে সিইসি বলেছেন তারা কীভাবে এই সিস্টেমটি ডেভেলপড করেছেন। আমরা মনে করি ইভিএম নিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে।’
এ সময় তিনি বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন। বিএনপির নির্বাচন বয়কটে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচনের এখনো এক বছর তিন-চার মাস আছে। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা থাকবে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অধিক অংশগ্রহণমূলক করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে। আমরা আশা করি, আগামী নির্বাচন একটি ভালো নির্বাচন হবে, এটাই আমার আশা ও প্রত্যাশা।’