ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ইব্রাহিমোভিচের ফেরার ম্যাচ হ্যাটট্রিকে রাঙালেন লুকাকু

  • আপডেট সময় : ০৮:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : জ্লাতান ইব্রাহিমোভিচের শেষ বলে যেন কিছু নেই। হাঁটুর চোটে ৮ মাস মাঠের বাইরে থাকার পর ৪১ বছর বয়সে আবার তিনি মাঠে নামলেন জাতীয় দলের জার্সিতে। প্রায় এক বছর পর তার আন্তর্জাতিক ফুটবলে ফেরা নিয়েই ম্যাচের আগে ছিল মূল কৌতূহল। তবে মাঠে দুর্দান্ত এক হ্যাটট্রিকে সব আলো কেড়ে নিলেন রোমেলু লুকাকু। ফেরার ম্যাচে তেমন কিছু করতে পারলেন না ইব্রাহিমোভিচ, ঘরের মাঠে সেভাবে লড়তে পারল না তার দলও। ইউরো ২০২৪-এর ‘এফ’ গ্রুপের বাছাইপর্বের প্রথম ম্যাচে স্টকহোমে সুইডেনকে ৩-০ গোলে হারাল বেলজিয়াম। প্রথমার্ধে একটি গোল করা লুকাকু দ্বিতীয়ার্ধে করেন আরও দুটি গোল। বেলজিয়ামের কোচ হিসেবে ডোমেনিকো তেদেস্কোর যাত্রা শুরু হলো উড়ন্ত এক জয়ে।
সুইডেন দু-একবার সুযোগ তৈরি করলেও ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল বেলজিয়ামের। গোল পেতে অবশ্য তাদের অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। দারুণ হেডে গোল করেন লুকাকু। পরে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে তিনি দলকে এগিয়ে নেন আরও। ৭৩ মিনিটে সুইডিশ কোচ মাঠে নামান ইব্রাহিমোভিচকে। গগণবিদারী চিৎকারে দর্শকেরা স্বাগত জানান বয়সকে হার মানিয়ে ছুটে চলা তারকাকে। তবে বলে প্রথম স্পর্শ পেতে তাকে অপেক্ষা করতে হয় সাত মিনিট। পরেও খুব একটা প্রভাব তিনি রাখতে পারেননি। ৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লুকাকুক। ম্যাচের পর লুকাকু কৃতিত্ব দিলেন তার সতীর্থদের। গত বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বেলজিয়াম আবার নতুন করে বুনতে শুরু করেছে স্বপ্ন। শুরুটা ভালো হওয়ায় উচ্ছ্বসিত ইন্টার মিলানের ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। “খেলা শুরুর আগে সতীর্থদের সঙ্গে কথা বলে নিতে হয় যে বল কোথায় চাই, এরপর মাঠে তা কার্যকর করার ব্যাপার। তাদের কাজটা তাদের করতে হয়, আমার কাজ সঠিক জায়গায় থাকা। আজ সবকিছুই ছিল নিখুঁত। সতীর্থদের কৃতিত্ব দিতেই হবে আমার, কারণ আজকে প্রায় নতুন এক দল নিয়ে নেমেছি আমরা এবং একদম নতুন ভাবে শুরু করেছি।” “যে দল দেশের মাঠে খুব বেশি ম্যাচ হারে না, তাদের বিপক্ষে এমন একটি ফল পাওয়া, এমন পারফরম্যান্স দেখালে নিজেদের নিয়ে গর্ব করাই উচিত।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইব্রাহিমোভিচের ফেরার ম্যাচ হ্যাটট্রিকে রাঙালেন লুকাকু

আপডেট সময় : ০৮:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

ক্রীড়া ডেস্ক : জ্লাতান ইব্রাহিমোভিচের শেষ বলে যেন কিছু নেই। হাঁটুর চোটে ৮ মাস মাঠের বাইরে থাকার পর ৪১ বছর বয়সে আবার তিনি মাঠে নামলেন জাতীয় দলের জার্সিতে। প্রায় এক বছর পর তার আন্তর্জাতিক ফুটবলে ফেরা নিয়েই ম্যাচের আগে ছিল মূল কৌতূহল। তবে মাঠে দুর্দান্ত এক হ্যাটট্রিকে সব আলো কেড়ে নিলেন রোমেলু লুকাকু। ফেরার ম্যাচে তেমন কিছু করতে পারলেন না ইব্রাহিমোভিচ, ঘরের মাঠে সেভাবে লড়তে পারল না তার দলও। ইউরো ২০২৪-এর ‘এফ’ গ্রুপের বাছাইপর্বের প্রথম ম্যাচে স্টকহোমে সুইডেনকে ৩-০ গোলে হারাল বেলজিয়াম। প্রথমার্ধে একটি গোল করা লুকাকু দ্বিতীয়ার্ধে করেন আরও দুটি গোল। বেলজিয়ামের কোচ হিসেবে ডোমেনিকো তেদেস্কোর যাত্রা শুরু হলো উড়ন্ত এক জয়ে।
সুইডেন দু-একবার সুযোগ তৈরি করলেও ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল বেলজিয়ামের। গোল পেতে অবশ্য তাদের অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। দারুণ হেডে গোল করেন লুকাকু। পরে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে তিনি দলকে এগিয়ে নেন আরও। ৭৩ মিনিটে সুইডিশ কোচ মাঠে নামান ইব্রাহিমোভিচকে। গগণবিদারী চিৎকারে দর্শকেরা স্বাগত জানান বয়সকে হার মানিয়ে ছুটে চলা তারকাকে। তবে বলে প্রথম স্পর্শ পেতে তাকে অপেক্ষা করতে হয় সাত মিনিট। পরেও খুব একটা প্রভাব তিনি রাখতে পারেননি। ৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লুকাকুক। ম্যাচের পর লুকাকু কৃতিত্ব দিলেন তার সতীর্থদের। গত বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বেলজিয়াম আবার নতুন করে বুনতে শুরু করেছে স্বপ্ন। শুরুটা ভালো হওয়ায় উচ্ছ্বসিত ইন্টার মিলানের ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। “খেলা শুরুর আগে সতীর্থদের সঙ্গে কথা বলে নিতে হয় যে বল কোথায় চাই, এরপর মাঠে তা কার্যকর করার ব্যাপার। তাদের কাজটা তাদের করতে হয়, আমার কাজ সঠিক জায়গায় থাকা। আজ সবকিছুই ছিল নিখুঁত। সতীর্থদের কৃতিত্ব দিতেই হবে আমার, কারণ আজকে প্রায় নতুন এক দল নিয়ে নেমেছি আমরা এবং একদম নতুন ভাবে শুরু করেছি।” “যে দল দেশের মাঠে খুব বেশি ম্যাচ হারে না, তাদের বিপক্ষে এমন একটি ফল পাওয়া, এমন পারফরম্যান্স দেখালে নিজেদের নিয়ে গর্ব করাই উচিত।”