ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

ইবিএলকে ৩৫ মিলিয়ন ডলার ঋণ দেবে আইএফসি

  • আপডেট সময় : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক: বিশ্ব ব্যাংক গ্রুপের অন্যতম সদস্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে চলতি মূলধন ও ট্রেড লেন্ডিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ইবিএল বাংলাদেশের উন্নয়নের শক্তিশালী অংশীদার। আইএফসির সঙ্গে আমাদের পার্টনারশিপ স্থানীয় কর্পোরেট ও এসএমই গুলোকে চলতি মূলধন প্রদান ও ট্রেড ফাইন্যান্সের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

এশিয়া ও প্রশান্ত অঞ্চলের জন্য আর্থিক প্রতিষ্ঠান গ্রুপের আইএফসি আঞ্চলিক পরিচালক এলেন ফরলেমো বলেন, ইস্টার্ন ব্যাংকে আইএফসির এই বিনিয়োগ বাংলাদেশের আর্থিক খাতকে সুদৃঢ় করতে এবং এমএসএমই গুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে আমাদের দীর্ঘ দিনের প্রতিশ্রুতির প্রতিফলন। ক্ষুদ্র ব্যবসা দেশের অর্থনীতির মেরুদন্ড যার মাধ্যমে কর্মসংস্থান ঘটে এবং ইনোভেশন বিকশিত হয়। তিনি বলেন, ক্রম পরিবর্তনশীল অর্থণৈতিক প্রেক্ষাপটে এমএমই গুলোর বিকাশ, ট্রেড কার্যক্রম পরিচালনা, এবং প্রতিষ্ঠানগুলোর দৃঢ় ভিত্তির জন্য অতি প্রয়োজনীয় তারল্য সরবরাহ নিশ্চিত হবে এই বিনিয়োগের মাধ্যমে। বাংলাদেশের বেসরকারি খাতকে সহায়তা প্রদান এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলতে পেরে আমরা গর্বিত।

ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের কর্পোরেট ব্যাংকিংয়ে মার্কেট লীডার হিসেবে পরিচিত এবং বৃহৎ অবকাঠামো নির্মাণ, উৎপাদন প্রকল্প ও কমপ্লেক্স বানিজ্য লেনদেনের জন্য অর্থায়ন করতে সক্ষম। বর্তমানে তারা দেশের ট্রেড বিজনেসের পাঁচ শতাংশ পরিচালনা করছে।
ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলিকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে এবং এসএমই খাতের উন্নয়নকে উৎসাহিত করতে উপযোগী ঋণ প্রদান করে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইবিএলকে ৩৫ মিলিয়ন ডলার ঋণ দেবে আইএফসি

আপডেট সময় : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

অর্থনৈতিক ডেস্ক: বিশ্ব ব্যাংক গ্রুপের অন্যতম সদস্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে চলতি মূলধন ও ট্রেড লেন্ডিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ইবিএল বাংলাদেশের উন্নয়নের শক্তিশালী অংশীদার। আইএফসির সঙ্গে আমাদের পার্টনারশিপ স্থানীয় কর্পোরেট ও এসএমই গুলোকে চলতি মূলধন প্রদান ও ট্রেড ফাইন্যান্সের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

এশিয়া ও প্রশান্ত অঞ্চলের জন্য আর্থিক প্রতিষ্ঠান গ্রুপের আইএফসি আঞ্চলিক পরিচালক এলেন ফরলেমো বলেন, ইস্টার্ন ব্যাংকে আইএফসির এই বিনিয়োগ বাংলাদেশের আর্থিক খাতকে সুদৃঢ় করতে এবং এমএসএমই গুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে আমাদের দীর্ঘ দিনের প্রতিশ্রুতির প্রতিফলন। ক্ষুদ্র ব্যবসা দেশের অর্থনীতির মেরুদন্ড যার মাধ্যমে কর্মসংস্থান ঘটে এবং ইনোভেশন বিকশিত হয়। তিনি বলেন, ক্রম পরিবর্তনশীল অর্থণৈতিক প্রেক্ষাপটে এমএমই গুলোর বিকাশ, ট্রেড কার্যক্রম পরিচালনা, এবং প্রতিষ্ঠানগুলোর দৃঢ় ভিত্তির জন্য অতি প্রয়োজনীয় তারল্য সরবরাহ নিশ্চিত হবে এই বিনিয়োগের মাধ্যমে। বাংলাদেশের বেসরকারি খাতকে সহায়তা প্রদান এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলতে পেরে আমরা গর্বিত।

ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের কর্পোরেট ব্যাংকিংয়ে মার্কেট লীডার হিসেবে পরিচিত এবং বৃহৎ অবকাঠামো নির্মাণ, উৎপাদন প্রকল্প ও কমপ্লেক্স বানিজ্য লেনদেনের জন্য অর্থায়ন করতে সক্ষম। বর্তমানে তারা দেশের ট্রেড বিজনেসের পাঁচ শতাংশ পরিচালনা করছে।
ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলিকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে এবং এসএমই খাতের উন্নয়নকে উৎসাহিত করতে উপযোগী ঋণ প্রদান করে।