বিনোদন প্রতিবেদক : সুরকার, সংগীত পরিচালক ও গায়ক ইবরাব টিপু। নিয়মিতই তিনি গানের সঙ্গে জড়িয়ে আছেন। তাকে দেখা যায় গানের প্রতিযোগিতায় বিচারকের আসনেও। সুদর্শন এই গানের মানুষ হাজির হলেন নতুন গান নিয়ে। নারী দিবস উপলক্ষে এ গান প্রকাশ করেছেন তিনি। যার শিরোনাম ‘নারী’। ‘নারী আমার মা, নারী আমার বোন, নারী প্রাণের প্রিয়তমা, নারী আপনজন’ -এমন কথার গানটি লিখেছেন আবু সায়েম চৌধুরী। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুর সংগীতও করেছেন ইবরার টিপু। ভিডিও নির্দেশনাও দিয়েছেন তিনি। সিনেমাটোগ্রাফী করেছেন প্রকাশ রায়। গান ও ভিডিওটি ওর্ণী রেকডস ইউটিউব চ্যানেল ও ইবরার টিপুর নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি ইবরার টিপুর ফেসবুক পেইজেও প্রকাশিত হয়েছে। গানটি নিয়ে ইবরার টিপু বলেন, ‘নারী দিবসে পৃথিবীর সকল নারীর প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মাণ রইলো। নারী দিবসে মূলত সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি করেছি। আশাকরি গানটি সবার ভালো লাগবে।’ এই গানের একটি স্টুডিও ভার্সন ভিডিও প্রকাশিত হলেও পবর্তীতে দুইশো নারীর অংশগ্রহণে নতুন একটি মিউজিক ভিডিও নির্মিত হবে বলেও জানান ইবরার টিপু।