ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ইফতারে স্যালাইন খাওয়া মোটেও ঠিক নয়

  • আপডেট সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: পবিত্র রমজানে রোজা পালনের সময় দীর্ঘ সময় খাবার ও পানাহার থেকে বিরত থাকেন রোজাদাররা। এতে অনেকেরই পানিশূন্যতা দেখা দিতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বয়স্ক, শিশু, ডায়াবেটিস রোগী এবং কিডনি সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা। এ কারণে অনেকে ইফতারে স্যালাইন পান করেন। কিন্তু দীর্ঘ সময় খাবার ও পানাহার থেকে বিরত থাকার পর স্যালাইন পান করা কি ঠিক?

রমজানে পানিশূন্যতা হলে শরীরে কিছু উপসর্গ দেখা যায়- শরীর দুর্বল হয়ে পড়া, মুখ ও ত্বক অতিরিক্ত শুকিয়ে যাওয়া, মাথা ঘোরানো, মাথাব্যথা, কোষ্ঠকাঠিন্য, জিভ শুকিয়ে যাওয়া ইত্যাদি। এসব লক্ষণ দেখা দিলে অনেকে ইফতারে পানির পরিবর্তে স্যালাইন পান করেন। তবে এটি মোটেও ঠিক নয়। কেননা খালি পেটে স্যালাইন খেলে বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। এক্ষেত্রে ইফতারের পর অর্থাৎ ভরাপেটে এক গ্লাস স্যালাইন খেতে পারেন। এছাড়া যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের সমস্যা রয়েছে; তারা ভুলেও স্যালাইন খাবেন না। কারণ এতে বড় ধরনের বিপদ হতে পারে।
স্যালাইন পান করার ফলে রক্তে যে লবণের ক্রিয়া হয়, তা সবার জন্য উপকারী নয়। যদি কারো উচ্চ রক্তচাপ থাকে এবং জরুরি প্রয়োজন ছাড়াই স্যালাইন পান করেন; তাহলে সমস্যাও বেড়ে যেতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইফতারে স্যালাইন খাওয়া মোটেও ঠিক নয়

আপডেট সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

প্রত্যাশা ডেস্ক: পবিত্র রমজানে রোজা পালনের সময় দীর্ঘ সময় খাবার ও পানাহার থেকে বিরত থাকেন রোজাদাররা। এতে অনেকেরই পানিশূন্যতা দেখা দিতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বয়স্ক, শিশু, ডায়াবেটিস রোগী এবং কিডনি সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা। এ কারণে অনেকে ইফতারে স্যালাইন পান করেন। কিন্তু দীর্ঘ সময় খাবার ও পানাহার থেকে বিরত থাকার পর স্যালাইন পান করা কি ঠিক?

রমজানে পানিশূন্যতা হলে শরীরে কিছু উপসর্গ দেখা যায়- শরীর দুর্বল হয়ে পড়া, মুখ ও ত্বক অতিরিক্ত শুকিয়ে যাওয়া, মাথা ঘোরানো, মাথাব্যথা, কোষ্ঠকাঠিন্য, জিভ শুকিয়ে যাওয়া ইত্যাদি। এসব লক্ষণ দেখা দিলে অনেকে ইফতারে পানির পরিবর্তে স্যালাইন পান করেন। তবে এটি মোটেও ঠিক নয়। কেননা খালি পেটে স্যালাইন খেলে বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। এক্ষেত্রে ইফতারের পর অর্থাৎ ভরাপেটে এক গ্লাস স্যালাইন খেতে পারেন। এছাড়া যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের সমস্যা রয়েছে; তারা ভুলেও স্যালাইন খাবেন না। কারণ এতে বড় ধরনের বিপদ হতে পারে।
স্যালাইন পান করার ফলে রক্তে যে লবণের ক্রিয়া হয়, তা সবার জন্য উপকারী নয়। যদি কারো উচ্চ রক্তচাপ থাকে এবং জরুরি প্রয়োজন ছাড়াই স্যালাইন পান করেন; তাহলে সমস্যাও বেড়ে যেতে পারে।