ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

ইন্দোনেশিয়ায় বিবাহবহির্ভূত যৌন নিষেধাজ্ঞা, পর্যটকেরা থাকবেন আওতামুক্ত

  • আপডেট সময় : ০১:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপন করলে সর্বোচ্চ এক বছরের কারাদ-ের বিধান রেখে সম্প্রতি ফৌজদারি আইন পাস করেছে ইন্দোনেশিয়া। তবে দেশটির পর্যটকদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। গত ৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার পার্লামেন্ট বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপন করলে সর্বোচ্চ এক বছরের কারাদ-ের বিধান রেখে আইন পাস করে। শুরুতে জানানো হয়েছিল, ইন্দোনেশিয়ার নাগরিক ছাড়াও দেশটিতে ভ্রমণ করতে যাওয়া অবিবাহিত বিদেশি পর্যটকেরাও আইনের আওতায় পড়বেন। তবে দেশটির কর্মকর্তারা এখন বলছেন, নতুন আইনের আওতায় যৌন নিষেধাজ্ঞায় পড়বেন না পর্যটকেরা। ইন্দোনেশিয়ার বালি দ্বীপ আন্তর্জাতিক ভ্রমণকারীদের পছন্দের স্থান। নতুন এ ফৌজদারি আইনের কারণে দেশটির বৈশ্বিক জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হবে এবং পর্যটন রাজস্ব বিপুলভাবে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বালির গভর্নর ওয়াইয়ান কোস্তার বলেছেন, কর্তৃপক্ষ পর্যটকদের বৈবাহিক অবস্থান পরীক্ষা করবে না। তবে ইন্দোনেশিয়ায় নতুন এ আইন এখনই কার্যকর হচ্ছে না। আইনের বিধিবিধান তৈরি করতে আরও তিন বছর লেগে যেতে পারে। সূত্র: বিবিসি

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় বিবাহবহির্ভূত যৌন নিষেধাজ্ঞা, পর্যটকেরা থাকবেন আওতামুক্ত

আপডেট সময় : ০১:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপন করলে সর্বোচ্চ এক বছরের কারাদ-ের বিধান রেখে সম্প্রতি ফৌজদারি আইন পাস করেছে ইন্দোনেশিয়া। তবে দেশটির পর্যটকদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। গত ৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার পার্লামেন্ট বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপন করলে সর্বোচ্চ এক বছরের কারাদ-ের বিধান রেখে আইন পাস করে। শুরুতে জানানো হয়েছিল, ইন্দোনেশিয়ার নাগরিক ছাড়াও দেশটিতে ভ্রমণ করতে যাওয়া অবিবাহিত বিদেশি পর্যটকেরাও আইনের আওতায় পড়বেন। তবে দেশটির কর্মকর্তারা এখন বলছেন, নতুন আইনের আওতায় যৌন নিষেধাজ্ঞায় পড়বেন না পর্যটকেরা। ইন্দোনেশিয়ার বালি দ্বীপ আন্তর্জাতিক ভ্রমণকারীদের পছন্দের স্থান। নতুন এ ফৌজদারি আইনের কারণে দেশটির বৈশ্বিক জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হবে এবং পর্যটন রাজস্ব বিপুলভাবে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বালির গভর্নর ওয়াইয়ান কোস্তার বলেছেন, কর্তৃপক্ষ পর্যটকদের বৈবাহিক অবস্থান পরীক্ষা করবে না। তবে ইন্দোনেশিয়ায় নতুন এ আইন এখনই কার্যকর হচ্ছে না। আইনের বিধিবিধান তৈরি করতে আরও তিন বছর লেগে যেতে পারে। সূত্র: বিবিসি