বিনোদন প্রতিবেদক : বরেণ্য অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনয়ের সব মাধ্যমে সফল এই মানুষটির গানের শিল্পী হিসেবে বেশ জনপ্রিয়।২০১৮ সালের ১৩ মার্চ প্রকাশ পেয়েছিল ফজলুর রহমান বাবুর কণ্ঠে গান ‘ইন্দুবালা’। ইউটিউবে এরই মধ্যে চার কোটি ১১ লাখের বেশিবার দেখা হয়েছে গানটি। এবার তুমুল শ্রোতাপ্রিয় গানটির সিক্যুয়াল ‘ইন্দুবালা রিটার্নস’ গেয়েছেন বাবু। ২৬ ডিসেম্বর সংগীতার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটির ভিডিও। এবারও গানটির সুর করেছেন প্লাবন কোরেশি। ভিডিও নির্মাণের পাশাপাশি গানটিতে মডেল হয়েছেন এইচ এম রিজভী। গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, আগের গানটির মতো এবারের গানটিও শ্রোতানন্দিত হবে বলে আশা করছি। ‘তোমার চপল সরল মন’-কথার গানটির প্রতিটি লাইন ভীষণ সুন্দর হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি কখনোই পেশাদার শিল্পী নই। তারপরও ভালো গান হলে গাইতে চেষ্টা করি। যখন সংগীতা থেকে আমাকে ইন্দুবালার সিক্যুয়াল করার প্রস্তাব দেওয়া হলো, প্রথমে ভেবেছিলাম গাইব কি না, তবে কথা ও সুর পাওয়ার পর মনে হয়েছে গাওয়া উচিত।