ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ইন্দিরা গান্ধী হওয়ার চেষ্টায় ফাতিমা সানা শেখ

  • আপডেট সময় : ১১:৪০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : দঙ্গল তারকা ফাতিমা সানা শেখের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলছে। ‘স্যাম বাহাদুর’ সিনেমায় তাকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। আর সেই প্রস্তুতিতেই এই নায়িকা এখন ব্যস্ত বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ফাতিমা আগে অনেকবার বলেছিলেন, তিনি পরিচালক মেঘনা গুলজারের ছবিতে কাজ করতে আগ্রহী। সেই গুলজারকন্যাই ‘স্যাম বাহাদুর’ নির্মাণ করছেন। এতে ভিকি কৌশলও থাকছেন। ইন্দিরা গান্ধীর ভূমিকায় কীভাবে নিজেকে তৈরি করছেন তার আভাস দিতে সোশ্যাল মিডিয়ায় ‘ইন্দিরা-দ্য লাইফ অব নেহেরু গান্ধী’ শিরোনামের একই বইয়ের ছবি শেয়ার করেছেন ফাতিমা। ওই ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, “তার (ইন্দিরা গান্ধী) জীবনের উপর লেখা একটি গুরুত্বপূর্ণ বই।“ পাশাপাশি সিনেমায় সেট থেকে আয়নার সামনে বসে থাকা ছবি পোস্ট করে ফাতিমা লিখেছেন, “এবং এখানে আমরা#স্যামবাহাদুর।”
চরিত্র নিয়ে উচ্ছ্বসিত ফাতিমা এই কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। ‘দায়িত্বশীল’ চরিত্রের সঙ্গে নিজেকে সঁপে দিতে প্রস্তুত তিনি। ফাতিমা বলেন, “এই সিনেমার সবচেয়ে ভালোলাগার দিক হল, কাজটি নিয়ে নির্মাতাদের গভীর আবেগ।” ভারতের সাবেক সেনা কর্মকর্তা স্যাম মানেকশর জীবন নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশটির সেনাপ্রধান ছিলেন। এই বায়োপিকে মানেকশর ভূমিকায় থাকছেন ভিকি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

ইন্দিরা গান্ধী হওয়ার চেষ্টায় ফাতিমা সানা শেখ

আপডেট সময় : ১১:৪০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : দঙ্গল তারকা ফাতিমা সানা শেখের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলছে। ‘স্যাম বাহাদুর’ সিনেমায় তাকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। আর সেই প্রস্তুতিতেই এই নায়িকা এখন ব্যস্ত বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ফাতিমা আগে অনেকবার বলেছিলেন, তিনি পরিচালক মেঘনা গুলজারের ছবিতে কাজ করতে আগ্রহী। সেই গুলজারকন্যাই ‘স্যাম বাহাদুর’ নির্মাণ করছেন। এতে ভিকি কৌশলও থাকছেন। ইন্দিরা গান্ধীর ভূমিকায় কীভাবে নিজেকে তৈরি করছেন তার আভাস দিতে সোশ্যাল মিডিয়ায় ‘ইন্দিরা-দ্য লাইফ অব নেহেরু গান্ধী’ শিরোনামের একই বইয়ের ছবি শেয়ার করেছেন ফাতিমা। ওই ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, “তার (ইন্দিরা গান্ধী) জীবনের উপর লেখা একটি গুরুত্বপূর্ণ বই।“ পাশাপাশি সিনেমায় সেট থেকে আয়নার সামনে বসে থাকা ছবি পোস্ট করে ফাতিমা লিখেছেন, “এবং এখানে আমরা#স্যামবাহাদুর।”
চরিত্র নিয়ে উচ্ছ্বসিত ফাতিমা এই কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। ‘দায়িত্বশীল’ চরিত্রের সঙ্গে নিজেকে সঁপে দিতে প্রস্তুত তিনি। ফাতিমা বলেন, “এই সিনেমার সবচেয়ে ভালোলাগার দিক হল, কাজটি নিয়ে নির্মাতাদের গভীর আবেগ।” ভারতের সাবেক সেনা কর্মকর্তা স্যাম মানেকশর জীবন নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশটির সেনাপ্রধান ছিলেন। এই বায়োপিকে মানেকশর ভূমিকায় থাকছেন ভিকি।