ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ইন্টারনেট ব্যবহারের বিকল্প থাকবে না : মোস্তাফা জব্বার

  • আপডেট সময় : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগে সর্বক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের বিকল্প থাকবে না। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ দেশের সর্বত্র দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে আমরা কাজ করছি। ইতোমধ্যেই দুর্গম পাহাড় ও হাওরে ইন্টারনেটভিত্তিক আউট সোর্সিং শিল্প গড়ে উঠার পাশাপাশি ডিজিটাল শিল্প উদ্েযাক্তা তৈরি হচ্ছে।
মন্ত্রী গত সোমবার ঢাকার শিল্প কলা একাডেমি মিলনায়তনে দেশীয় রাইড শেয়ারিং অ্যাপ দ্য বোরাক’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃত্য়া এসব কথা বলেন। তিনি বলেন, দেশি উদ্েযাক্তাদের তৈরি করা সফটওয়্যার এখন বিশ্বের ৮০টি দেশে রফতানিও হচ্ছে। মন্ত্রী দেশীয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দেশি সফটওয়্যার শিল্পকে বিকশিত করতে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল প্রযুক্তির সক্ষমতায় দেশের বর্তমান প্রজন্মকে অত্যন্ত পারদর্শী উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মেধা সৃজনশীলতা এবং কর্মক্ষমতা পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে দ্য বোরাক সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা শফিউল আলম বিপ্লব এবং প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মেজর (অব.) রাকিব হাসান বক্তৃতা করেন। শফিউল আলম বিপ্লব বলেন, সব শ্রেণি পেশার নাগরিকদের এই অ্যাপের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে দেশের অর্ধেক নাগরিককে এই প্ল্যাটফর্মের আওতায় আনা এবং দেশের গ-ি পেরিয়ে বিশ্ব জয় করা তাদের লক্ষ্য।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইন্টারনেট ব্যবহারের বিকল্প থাকবে না : মোস্তাফা জব্বার

আপডেট সময় : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

প্রযুক্তি ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগে সর্বক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের বিকল্প থাকবে না। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ দেশের সর্বত্র দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে আমরা কাজ করছি। ইতোমধ্যেই দুর্গম পাহাড় ও হাওরে ইন্টারনেটভিত্তিক আউট সোর্সিং শিল্প গড়ে উঠার পাশাপাশি ডিজিটাল শিল্প উদ্েযাক্তা তৈরি হচ্ছে।
মন্ত্রী গত সোমবার ঢাকার শিল্প কলা একাডেমি মিলনায়তনে দেশীয় রাইড শেয়ারিং অ্যাপ দ্য বোরাক’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃত্য়া এসব কথা বলেন। তিনি বলেন, দেশি উদ্েযাক্তাদের তৈরি করা সফটওয়্যার এখন বিশ্বের ৮০টি দেশে রফতানিও হচ্ছে। মন্ত্রী দেশীয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দেশি সফটওয়্যার শিল্পকে বিকশিত করতে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল প্রযুক্তির সক্ষমতায় দেশের বর্তমান প্রজন্মকে অত্যন্ত পারদর্শী উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মেধা সৃজনশীলতা এবং কর্মক্ষমতা পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে দ্য বোরাক সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা শফিউল আলম বিপ্লব এবং প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মেজর (অব.) রাকিব হাসান বক্তৃতা করেন। শফিউল আলম বিপ্লব বলেন, সব শ্রেণি পেশার নাগরিকদের এই অ্যাপের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে দেশের অর্ধেক নাগরিককে এই প্ল্যাটফর্মের আওতায় আনা এবং দেশের গ-ি পেরিয়ে বিশ্ব জয় করা তাদের লক্ষ্য।