প্রত্যাশা ডেস্ক : নিজ প্রশাসনকে ইন্টারনেটের “বিষাক্ত” কনটেন্ট নিষিদ্ধ করার নতুন প্রক্রিয়া যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলা হচ্ছে, অপ্রাপ্তবয়স্কদের রক্ষা করতে ব্যবহৃত হবে ওই “স্ব-নিয়ন্ত্রিত টক্সিক কনটেন্ট তালিকা”।
পুতিনের নতুন ব্যবস্থাটি নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি এখনো। তবে, বার্তাসংস্থা রয়টার্স বলছে, নতুন ব্যবস্থাটিতে বেশ কয়েকটি ‘রাষ্ট্রপতির নির্দেশ” রয়েছে। ১ জুনের মধ্যে “স্ব-নিয়ন্ত্রিত টক্সিক কনটেন্ট তালিকা”র প্রায়োগিক কার্যক্ষমতা যাচাই-বাছাই করে দেখবে ক্রেমলিন। রাশিয়ার সংবাদমাধ্যমগুলো পুতিনের নতুন নির্দেশনা সম্পর্কে জানিয়েছে বৃহস্পতিবার। সাম্প্রতিক সময়ে ইন্টারনেট কনটেন্টে উপর আরো কঠোরতা আরোপের ইঙ্গিত দিয়েছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের অভিযোগ, তরুণদের বিপথে পরিচালিত করছে ইন্টারনেট কনটেন্ট। ক্ষেত্রবিশেষে পুতিন বিরোধীদের রাজনৈতিক প্রতিবাদের রসদ জুগিয়েছে ইন্টারনেটের নানা কনটেন্ট, ক্রেমলিন যাদের চরমপন্থী বলে আখ্যা দিয়ে আসছে। ২০২১ সালের পুরোটা জুড়েই নানা ভাবে বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর চাপ সৃষ্টি করেছে পুতিন প্রশাসন। এর মধ্যে রাশিয়ায় নিষিদ্ধ বিবেচিত কনটেন্ট রাখার দায়ে ১০ কোটি ডলারের জরিমানা গুনতে হয়েছে সার্চ জায়ান্ট গুগলকে। ডিসেম্বর মাসেই নিজস্ব মানবাধিকার কাউন্সিলের এক সদস্যের “টক্সিক কনটেন্ট” নিষিদ্ধ করার স্বপ্রণোদিত ব্যবস্থার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছিলেন পুতিন। ওই ব্যবস্থার অন্তর্ভূক্ত হলে স্থানীয় বাজারে বিদেশি প্ল্যাটফর্মগুলোর তুলনায় বাড়তি গুরুত্ব ও সুবিধা পাবে রাশিয়ার অনলাইন প্ল্যাটফর্মগুলো।
ইন্টারনেট কনটেন্ট নিষিদ্ধে নতুন ব্যবস্থা পুতিনের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ