ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

ইন্টারনেট ও টেলিযোগাযোগের বড় চ্যালেঞ্জ প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন : টেলিযোগাযোগ মন্ত্রী

  • আপডেট সময় : ১০:১৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ‘প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘এ খাতের সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে আমরা এসএমপি (সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার)সহ সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করছি।’ তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল প্রযুক্তির টেকসই মহাসড়ক নির্মাণে সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর।’ মালয়েশিয়া ভিত্তিক ই-ডটকো গ্রুপের সিইও মোহাম্মদ আদলান আহমদ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তারা মোবাইল টাওয়ার সম্প্রসারণসহ টেলিযোযোগ খাতের অবকাঠামো সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন।
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ইন্টারনেটসহ দেশের টেলিযোগাযোগ খাতের টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার যুগান্তকারী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘টেলিযোগাযোগ খাত বিনিয়োগের জন্য একটি অত্যন্ত লাভজনক খাত। বিনিয়োগের এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের অবকাঠামো গড়ে তুলতে ইডটকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভ্রাতৃপ্রতীম মালয়েশিয়ার মালিকানাধীন কোম্পানি ইডটকো মোবাইল টাওয়ার নির্মাণের পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে অতীতের মতো আগামী দিনগুলোতেও ভূমিকা রাখবে।’ এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে মন্ত্রী আদলান আহমদকে আশ্বস্ত করেন। মোহাম্মদ আদলান আহমদ বাংলাদেশে তার কোম্পানি মোবাইল টাওয়ার নির্মাণসহ টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখবে বলে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে সরকারের গৃহীত কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

ইন্টারনেট ও টেলিযোগাযোগের বড় চ্যালেঞ্জ প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন : টেলিযোগাযোগ মন্ত্রী

আপডেট সময় : ১০:১৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

প্রযুক্তি ডেস্ক : ‘প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘এ খাতের সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে আমরা এসএমপি (সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার)সহ সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করছি।’ তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল প্রযুক্তির টেকসই মহাসড়ক নির্মাণে সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর।’ মালয়েশিয়া ভিত্তিক ই-ডটকো গ্রুপের সিইও মোহাম্মদ আদলান আহমদ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তারা মোবাইল টাওয়ার সম্প্রসারণসহ টেলিযোযোগ খাতের অবকাঠামো সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন।
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ইন্টারনেটসহ দেশের টেলিযোগাযোগ খাতের টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার যুগান্তকারী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘টেলিযোগাযোগ খাত বিনিয়োগের জন্য একটি অত্যন্ত লাভজনক খাত। বিনিয়োগের এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের অবকাঠামো গড়ে তুলতে ইডটকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভ্রাতৃপ্রতীম মালয়েশিয়ার মালিকানাধীন কোম্পানি ইডটকো মোবাইল টাওয়ার নির্মাণের পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে অতীতের মতো আগামী দিনগুলোতেও ভূমিকা রাখবে।’ এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে মন্ত্রী আদলান আহমদকে আশ্বস্ত করেন। মোহাম্মদ আদলান আহমদ বাংলাদেশে তার কোম্পানি মোবাইল টাওয়ার নির্মাণসহ টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখবে বলে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে সরকারের গৃহীত কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।