অর্থ-বাণিজ্য ডেস্ক : স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) সম্প্রতি, স্ট্যান্ডার্ড চার্টার্ড-আইবিএ ইনোভেশন চ্যালেঞ্জ চালুর ঘোষণা দিয়েছে। ইনোভেশন চ্যালেঞ্জের অংশ হিসাবে তরুণ উদ্যোক্তারা স্থায়িত্ব এবং উন্নয়ন-কেন্দ্রিক সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা উপস্থাপন করবে। অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা বাড়াতে প্রতিটি পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হবে। প্ল্যাটফর্মটি বিজয়ীদের তাদের ব্যাবসায়িক পরিকল্পনা -গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন পথ এবং সংযোগ প্রদান করবে। ১ নভেম্বর, ২০২২ থেকে ১৩ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে। দুটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ইনোভেশন চ্যালেঞ্জের জন্য আবেদন জমা দেওয়া যাবে; লিফটিং পার্টিসিপেশন ও এক্সিলারেটিং জিরো।
প্রথমটি, অর্থনীতিতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বতঃস্ফুর্ত অন্তর্ভুক্তি গড়ে তোলা এবং দ্বিতীয়টি, বৈশ্বিক টেকসই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার সাথে সম্পৃক্ত। উভয় ক্যাটাগরি স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ যে, কাউকে পিছে না ফেলেই, পরিবেশের ক্ষতি না করেই বা মানুষে-মানুষে বিভাজন ছাড়াই বাণিজ্য ও প্রবৃদ্ধি সাধন সম্ভব।
অংশগ্রহণকারীদের একটি থিম বাছাই করে এবং একটি মূল এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বা বিজনেস প্ল্যান জমা দিবে। পরবর্তীতে একটি বুটক্যাম্প এবং কর্মশালার আয়োজন করা হবে যার মাধ্যমে নির্বাচিত বিজনেস প্ল্যান গুলো আরো বিকশিত ও পরিপক্ক হয়ে উঠবে । প্রতিযোগিতায় আবেদনের নিয়মসহ অন্যান্য বিস্তারিত আইবিএ কমিউনিকেশন ক্লাবের ফেইসবুক পেইজে পাওয়া যাবে। যেকোনো তথ্যের জন্য ইমেল করুনঃ ঝঈইওইঅওহহড়াধঃরড়হঈযধষষবহমব@মসধরষ.পড়স এ।
ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুরু করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আইবিএ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ