ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ইনস্টাগ্রাম ভিডিওতে আসছে ‘স্বয়ংক্রিয় ক্যাপশন’

  • আপডেট সময় : ০৮:৩২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : অবশেষে ‘অটো-জেনারেটেড’ বা স্বয়ংক্রিয় ক্যাপশনের ফিচার যোগ হচ্ছে ইনস্টাগ্রামে। কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ডিফল্ট ফিচার’ হিসেবে থাকবে এআই নির্ভর এই প্রযুক্তি।
ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি নতুন ফিচারের ঘোষণা দিয়েছেন মঙ্গলবার। ফিচারটি “বহুল প্রতিক্ষিত” ছিল বলে স্বীকার করেছেন তিনি। বাজারে ইনস্টাগ্রামের শীর্ষ প্রতিদ্বন্দ্বী টিকটক ‘অটো-ক্যাপশন’ ফিচার এনেছে গেল বছরের এপ্রিল মাসে। ফিচারটি কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ডিফল্ট’ সেবা হিসেবে চালু থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
গত মঙ্গলবারের ঘোষণার আগ পর্যন্ত নির্মাতাদের বিকল্প পথে ভিডিওতে ক্যাপশন যোগ করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ। কিন্তু, নতুন ফিচারটির ফলে পুরো প্রক্রিয়া ‘আরো সহজ’ হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এ ছাড়াও, এতে বধির বা দুর্বল শ্রবণ শক্তির ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামের ভিডিও দেখার প্রক্রিয়া আরো সহজ হবে বলে দাবি সাইটটির। শুরুতে নির্দিষ্ট কয়েকটি ভাষায় ফিচারটি কাজ করবে বলে ইনস্টাগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রাথমিক অবস্থায় ফিচারটি যে ক্যাপশন তৈরি করবে, তা নির্ভুল না হলেও ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর মান আরো উন্নত হবে বলে দাবি প্রতিষ্ঠানটির। সামনের মাসগুলোতে নতুন ফিচারে আরো ভাষা যোগ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারটি ব্যবহারকারীদের অভ্যাস আদৌ পরিবর্তন করবে কি না, বা সামাজিক মাধ্যম অ্যাপটির সার্বিক ব্যবহার বাড়াতে পারবে কি না, সে বিষয়টি এখনো অনিশ্চিত। তবে, শব্দ ছাড়া ভিডিও দেখতে পছন্দ করেন এমন ব্যবহারকারীরা ভিডিও সেইভ না করে সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবেন এবং এর সম্ভাবনায় তাদের ইনস্টাগ্রাম ব্যবহারের হার বাড়তে পারে বলে জানিয়েছে ভার্জ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইনস্টাগ্রাম ভিডিওতে আসছে ‘স্বয়ংক্রিয় ক্যাপশন’

আপডেট সময় : ০৮:৩২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

প্রযুক্তি ডেস্ক : অবশেষে ‘অটো-জেনারেটেড’ বা স্বয়ংক্রিয় ক্যাপশনের ফিচার যোগ হচ্ছে ইনস্টাগ্রামে। কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ডিফল্ট ফিচার’ হিসেবে থাকবে এআই নির্ভর এই প্রযুক্তি।
ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি নতুন ফিচারের ঘোষণা দিয়েছেন মঙ্গলবার। ফিচারটি “বহুল প্রতিক্ষিত” ছিল বলে স্বীকার করেছেন তিনি। বাজারে ইনস্টাগ্রামের শীর্ষ প্রতিদ্বন্দ্বী টিকটক ‘অটো-ক্যাপশন’ ফিচার এনেছে গেল বছরের এপ্রিল মাসে। ফিচারটি কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ডিফল্ট’ সেবা হিসেবে চালু থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
গত মঙ্গলবারের ঘোষণার আগ পর্যন্ত নির্মাতাদের বিকল্প পথে ভিডিওতে ক্যাপশন যোগ করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ। কিন্তু, নতুন ফিচারটির ফলে পুরো প্রক্রিয়া ‘আরো সহজ’ হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এ ছাড়াও, এতে বধির বা দুর্বল শ্রবণ শক্তির ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামের ভিডিও দেখার প্রক্রিয়া আরো সহজ হবে বলে দাবি সাইটটির। শুরুতে নির্দিষ্ট কয়েকটি ভাষায় ফিচারটি কাজ করবে বলে ইনস্টাগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রাথমিক অবস্থায় ফিচারটি যে ক্যাপশন তৈরি করবে, তা নির্ভুল না হলেও ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর মান আরো উন্নত হবে বলে দাবি প্রতিষ্ঠানটির। সামনের মাসগুলোতে নতুন ফিচারে আরো ভাষা যোগ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারটি ব্যবহারকারীদের অভ্যাস আদৌ পরিবর্তন করবে কি না, বা সামাজিক মাধ্যম অ্যাপটির সার্বিক ব্যবহার বাড়াতে পারবে কি না, সে বিষয়টি এখনো অনিশ্চিত। তবে, শব্দ ছাড়া ভিডিও দেখতে পছন্দ করেন এমন ব্যবহারকারীরা ভিডিও সেইভ না করে সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবেন এবং এর সম্ভাবনায় তাদের ইনস্টাগ্রাম ব্যবহারের হার বাড়তে পারে বলে জানিয়েছে ভার্জ।