বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইনস্টাগ্রাম নতুন নতুন ফিচার আনতে জোরেশোরে কাজ করছে।
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা কাজে লাগিয়ে ইনস্টাগ্রাম নতুন নতুন ফিচার আনতে জোরেশোরে কাজ করছে। সম্প্রতি মেটা মালিকানাধীন প্লাটফর্মটি একটি নতুন ফিচার পরীক্ষা করছে, যা রিল লক করে রাখবে এবং একটি গোপন কোডের মাধ্যমেই তা দেখা যাবে। এটি ব্যবহারকারীদের আরো বেশি আকৃষ্ট করার একটি সহজ উপায় হতে পারে, তবে এ পদক্ষেপ টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় বড় ভূমিকাও রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর ইন্ডিয়া টুডে।
টেকক্র্যাঞ্চের প্রতিবেদন অনুসারে, ইনস্টাগ্রাম নিজেদের ডিজাইন অ্যাকাউন্টে একটি নতুন ফিচার পরীক্ষা করছে, যেখানে একটি লকড রিল পোস্ট করা হয়েছে এবং ব্যবহারকারীদের কাছে ‘গোপন কোড লিখুন’ এমন একটি বক্সে কোড জানতে চাওয়া হচ্ছে। কোডের সূত্রটি ক্যাপশনে ‘প্রথম হ্যাশ (#)’ উল্লেখ করা হয়েছে অর্থাৎ ক্যাপশনে দেয়া প্রথম হ্যাশট্যাগটিই ছিল কোড ‘থ্রেডস।’ রিলটি আনলক করার পরে, ‘শিগগিরই আসছে (কামিং সুন)’ লেখা একটি ব্যানার দেখা যায়, যা সম্ভবত থ্রেডসে ডিজাইন অ্যাকাউন্টের আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়।
ফিচারটি শুধুই মজার জন্য? না, এর পেছনে রয়েছে কৌশলগত দিকও। ব্যবহারকারীদের আরো বেশি যুক্ত করার পাশাপাশি কোম্পানিগুলোর জন্য এটি হতে পারে পণ্য উন্মোচন, অফার রিভিল ইত্যাদি নিয়ে চমকপ্রদ কনটেন্ট উপস্থাপনের এক দুর্দান্ত উপায়। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি হতে পারে নির্দিষ্ট বন্ধুদের সঙ্গে বিশেষ কনটেন্ট শেয়ার করার এক মজার মাধ্যম। তবে এখনো ইনস্টাগ্রাম আনুষ্ঠানিকভাবে ফিচারটি ঘোষণা করেনি। ফলে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ইনস্টাগ্রাম সম্ভবত লক করা যায় এমন পোস্ট নিয়েও পরীক্ষা চালাচ্ছে। এসব লক করা পোস্ট গত বছর ইনস্টাগ্রামের চালু হওয়া রিভিল স্টিকার এবং ফ্রেম ফিচারের সঙ্গে মিল রাখা হয়েছে।