ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ইনস্টাগ্রামে আসছে ‘ডিসলাইক’ ফিচার!

  • আপডেট সময় : ০৬:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও ও রিলস দেখি। কিন্তু সব কনটেন্টই যে আমাদের পছন্দ হয়, তা তো নয়! অনেক সময় এমন কিছু ভিডিও বা পোস্ট আমাদের ফিডে আসে, যা বিরক্তিকর বা একেবারেই অপ্রাসঙ্গিক মনে হয়। ওই সমস্যার সমাধানেই ইনস্টাগ্রাম এবার নিয়ে আসছে ‘ডিসলাইক’ ফিচার। অর্থাৎ এবার ব্যবহারকারীরা সরাসরি বোঝাতে পারবেন কোন পোস্ট বা ভিডিও তাদের অপছন্দ।

কী এই নতুন ফিচার: বর্তমানে ইনস্টাগ্রামে কোনো পোস্ট ভালো লাগলে লাইক বা হার্ট দিয়ে প্রতিক্রিয়া জানানো যায়। তবে অপছন্দের পোস্টের ক্ষেত্রে তেমন কোনো সরাসরি অপশন ছিল না। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে ফিডে আসা কোনো পোস্ট বা ভিডিও অপছন্দ হলে ডিসলাইক বাটন ব্যবহার করতে পারবেন। ওই ডিসলাইক অপশন শুধু পোস্টের জন্যই সীমাবদ্ধ থাকছে না, বরং কমেন্ট সেকশনেও থাকছে এই নতুন ফিচার! এর ফলে কোনো কমেন্ট আপত্তিকর বা অনাকাঙ্ক্ষিত মনে হলে, সেটিকেও ডিসলাইক দিয়ে প্রতিবাদ জানানো সম্ভব হবে।
ডিসলাইক অপশন কীভাবে কাজ করবে-
ফিড পোস্টে ডিসলাইক: ইনস্টাগ্রামের মূল ফিডে স্ক্রল করতে করতে যদি কোনো পোস্ট অপছন্দ হয়, তবে সরাসরি ‘ডিসলাইক’ বাটনে ক্লিক করলেই ইনস্টাগ্রাম বুঝতে পারবে এটি ব্যবহারকারীদের পছন্দ হচ্ছে না। ফলে ইনস্টাগ্রামের অ্যালগরিদম ভবিষ্যতে এমন পোস্ট কম দেখানোর চেষ্টা করবে।
কমেন্টেও ডিসলাইক অপশন: শুধু পোস্ট নয়, কমেন্টের ক্ষেত্রেও ডিসলাইক অপশন থাকছে। যদি কোনো কমেন্ট বিরক্তিকর, স্প্যাম, অথবা আপত্তিকর মনে হয়, তবে সেটিতে ডিসলাইক দেওয়া যাবে।
কবে থেকে পাওয়া যাবে এই ফিচার: ইনস্টাগ্রাম জানিয়েছে, এই ফিচার ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে ধাপে ধাপে সবার জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে।

ডিসলাইক ফিচারের উপকারিতা কী: এই নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দ-অপছন্দ বোঝাতে পারবেন। এর পাশাপাশি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য অ্যালগরিদমে পরিবর্তন আনতে পারবে।
যেসব সুবিধা পাওয়া যাবে-
বিরক্তিকর কনটেন্ট কমবে: ডিসলাইক করা পোস্ট ইনস্টাগ্রাম অ্যালগরিদম কম দেখাবে।
স্প্যাম কমেন্ট হ্রাস পাবে: কমেন্ট সেকশনে ডিসলাইক অপশন থাকলে আপত্তিকর মন্তব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফিডব্যাক: কনটেন্ট তৈরি করা ব্যক্তিরা বুঝতে পারবেন কোন ধরণের পোস্ট দর্শকদের অপছন্দ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে দেওয়া হয় ২৯ মিলিয়ন ডলার

ইনস্টাগ্রামে আসছে ‘ডিসলাইক’ ফিচার!

আপডেট সময় : ০৬:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও ও রিলস দেখি। কিন্তু সব কনটেন্টই যে আমাদের পছন্দ হয়, তা তো নয়! অনেক সময় এমন কিছু ভিডিও বা পোস্ট আমাদের ফিডে আসে, যা বিরক্তিকর বা একেবারেই অপ্রাসঙ্গিক মনে হয়। ওই সমস্যার সমাধানেই ইনস্টাগ্রাম এবার নিয়ে আসছে ‘ডিসলাইক’ ফিচার। অর্থাৎ এবার ব্যবহারকারীরা সরাসরি বোঝাতে পারবেন কোন পোস্ট বা ভিডিও তাদের অপছন্দ।

কী এই নতুন ফিচার: বর্তমানে ইনস্টাগ্রামে কোনো পোস্ট ভালো লাগলে লাইক বা হার্ট দিয়ে প্রতিক্রিয়া জানানো যায়। তবে অপছন্দের পোস্টের ক্ষেত্রে তেমন কোনো সরাসরি অপশন ছিল না। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে ফিডে আসা কোনো পোস্ট বা ভিডিও অপছন্দ হলে ডিসলাইক বাটন ব্যবহার করতে পারবেন। ওই ডিসলাইক অপশন শুধু পোস্টের জন্যই সীমাবদ্ধ থাকছে না, বরং কমেন্ট সেকশনেও থাকছে এই নতুন ফিচার! এর ফলে কোনো কমেন্ট আপত্তিকর বা অনাকাঙ্ক্ষিত মনে হলে, সেটিকেও ডিসলাইক দিয়ে প্রতিবাদ জানানো সম্ভব হবে।
ডিসলাইক অপশন কীভাবে কাজ করবে-
ফিড পোস্টে ডিসলাইক: ইনস্টাগ্রামের মূল ফিডে স্ক্রল করতে করতে যদি কোনো পোস্ট অপছন্দ হয়, তবে সরাসরি ‘ডিসলাইক’ বাটনে ক্লিক করলেই ইনস্টাগ্রাম বুঝতে পারবে এটি ব্যবহারকারীদের পছন্দ হচ্ছে না। ফলে ইনস্টাগ্রামের অ্যালগরিদম ভবিষ্যতে এমন পোস্ট কম দেখানোর চেষ্টা করবে।
কমেন্টেও ডিসলাইক অপশন: শুধু পোস্ট নয়, কমেন্টের ক্ষেত্রেও ডিসলাইক অপশন থাকছে। যদি কোনো কমেন্ট বিরক্তিকর, স্প্যাম, অথবা আপত্তিকর মনে হয়, তবে সেটিতে ডিসলাইক দেওয়া যাবে।
কবে থেকে পাওয়া যাবে এই ফিচার: ইনস্টাগ্রাম জানিয়েছে, এই ফিচার ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে ধাপে ধাপে সবার জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে।

ডিসলাইক ফিচারের উপকারিতা কী: এই নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দ-অপছন্দ বোঝাতে পারবেন। এর পাশাপাশি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য অ্যালগরিদমে পরিবর্তন আনতে পারবে।
যেসব সুবিধা পাওয়া যাবে-
বিরক্তিকর কনটেন্ট কমবে: ডিসলাইক করা পোস্ট ইনস্টাগ্রাম অ্যালগরিদম কম দেখাবে।
স্প্যাম কমেন্ট হ্রাস পাবে: কমেন্ট সেকশনে ডিসলাইক অপশন থাকলে আপত্তিকর মন্তব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফিডব্যাক: কনটেন্ট তৈরি করা ব্যক্তিরা বুঝতে পারবেন কোন ধরণের পোস্ট দর্শকদের অপছন্দ।