ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

ইনবক্সে কুপ্রস্তাব, পুলিশের নাম্বার দিলেন পিয়া জান্নাতুল

  • আপডেট সময় : ০৩:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: তারকাদের জন্য ভক্তদের নানা পাগলামি থাকে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিড়ম্বনার শিকার হন অভিনেতা-অভিনেত্রীরা। তাদেরকে উদ্দেশ্যে করে নানা কুরুচিপূর্ণ মেসেজও পাঠান নেটিজেনরা।

এবার তেমনই এক ঘটনা সামনে আনলেন অভিনেত্রী পিয়া জান্নাতুল। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিয়েছেন অভিনেত্রীর ইনবক্সে। সেই মেসেজের স্কিনশট ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন পিয়া নিজেই।

নিজেকে পিয়ার ভক্ত দাবি করে এই ব্যক্তি লেখেন, আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।

ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়ে ওই ব্যক্তি আরো লেখেন, আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।

এরপর পিয়ার ফোন নম্বর চেয়ে লেখেন, প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে আপনার ফোন নাম্বার, হোয়াটসআপ নাম্বার দিন—প্লিজ।

এসব মেসেজের জবাবে তিনি একটি ফোন নাম্বার দেন, যা গুলশান থানার নম্বর। সেই স্ক্রিনশটও আবার পোস্টের সঙ্গে জুড়ে দেন অভিনেত্রী।

পিয়ার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে। অনেকেই অভিনেত্রীর বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। অনেকে আবার ভক্তদের এসব কর্মকাণ্ড করা থেকে বিরত থাকতে বলেছেন।

এসি/আপ্র/০৩/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইনবক্সে কুপ্রস্তাব, পুলিশের নাম্বার দিলেন পিয়া জান্নাতুল

আপডেট সময় : ০৩:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: তারকাদের জন্য ভক্তদের নানা পাগলামি থাকে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিড়ম্বনার শিকার হন অভিনেতা-অভিনেত্রীরা। তাদেরকে উদ্দেশ্যে করে নানা কুরুচিপূর্ণ মেসেজও পাঠান নেটিজেনরা।

এবার তেমনই এক ঘটনা সামনে আনলেন অভিনেত্রী পিয়া জান্নাতুল। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিয়েছেন অভিনেত্রীর ইনবক্সে। সেই মেসেজের স্কিনশট ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন পিয়া নিজেই।

নিজেকে পিয়ার ভক্ত দাবি করে এই ব্যক্তি লেখেন, আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।

ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়ে ওই ব্যক্তি আরো লেখেন, আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।

এরপর পিয়ার ফোন নম্বর চেয়ে লেখেন, প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে আপনার ফোন নাম্বার, হোয়াটসআপ নাম্বার দিন—প্লিজ।

এসব মেসেজের জবাবে তিনি একটি ফোন নাম্বার দেন, যা গুলশান থানার নম্বর। সেই স্ক্রিনশটও আবার পোস্টের সঙ্গে জুড়ে দেন অভিনেত্রী।

পিয়ার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে। অনেকেই অভিনেত্রীর বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। অনেকে আবার ভক্তদের এসব কর্মকাণ্ড করা থেকে বিরত থাকতে বলেছেন।

এসি/আপ্র/০৩/০৯/২০২৫