ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
ডিএমপি

ইনচার্জ ছাড়া দায়িত্বরত অন্য পুলিশ সদস্যের মোবাইল ব্যবহার নিষেধ

  • আপডেট সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না—এমন নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করছেন। এর ফলে দায়িত্ব পালনে মনোযোগ ব্যাহত হচ্ছে, সতর্ক নজরদারি কমে যাচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি দেখা দিচ্ছে।

ডিএমপি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এ নির্দেশনা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় কেবলমাত্র ইনচার্জ নিজ দায়িত্বের প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন। অন্য কোনো পুলিশ সদস্যের মোবাইল ব্যবহার শৃঙ্খলা পরিপন্থী কাজ হিসেবে গণ্য হবে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/আপ্র/১১/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ডিএমপি

ইনচার্জ ছাড়া দায়িত্বরত অন্য পুলিশ সদস্যের মোবাইল ব্যবহার নিষেধ

আপডেট সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না—এমন নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করছেন। এর ফলে দায়িত্ব পালনে মনোযোগ ব্যাহত হচ্ছে, সতর্ক নজরদারি কমে যাচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি দেখা দিচ্ছে।

ডিএমপি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এ নির্দেশনা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় কেবলমাত্র ইনচার্জ নিজ দায়িত্বের প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন। অন্য কোনো পুলিশ সদস্যের মোবাইল ব্যবহার শৃঙ্খলা পরিপন্থী কাজ হিসেবে গণ্য হবে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/আপ্র/১১/১০/২০২৫