আন্তর্জাতিক ডেস্ক : সংঘাত কবলিত ইথিওপিয়ায় বিবদমান পক্ষগুলোকে ‘স্থায়ী যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চলমান সামরিক সংঘর্ষের সম্প্রসারণ ও তীব্রতা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে ১৫ সদস্যের সংস্থাটি। শুক্রবার যৌথ বিবৃতিতে প্রথমবার দেশটির যুদ্ধরত পক্ষগুলোকে সংঘাত বন্ধের আহ্বান জানালো নিরাপত্তা পরিষদ।
বিবৃতিতে বলা নিরাপত্তা পরিষদ ইথিওপিয়ার সবপক্ষকে ঘৃণামূলক বক্তব্য, সহিংসতা ও বিভেদ সৃষ্টির প্ররোচনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ‘শত্রুতা বন্ধ করে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে আলোচনার কথা উল্লেখ করেছে ১৫ সদস্যের এই পরিষদ।
শুধু তাই নয়, সংঘাত কবলিত অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশাধিকারেরও আহ্বান জানানো হয়েছে। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে এলাকার বিদ্রোহীদের সঙ্গে গত এক বছর ধরে লড়াই করছে দেশটির কেন্দ্রীয় সরকারের বাহিনী। সম্প্রতি বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমফারা অঞ্চলের দেসি এবং কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা আরও দক্ষিণে রাজধানী আদ্দিস আবাবা অভিমুখে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। সরকার বলছে, সেনাবাহিনী এখনও নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য লড়াই করছে। পরিস্থিতি অবনতি হওয়া দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন শান্তিতে নোবেলজয়ী আবি আহমেদ।
ইথিওপিয়ায় অবিলম্বে সংঘাত বন্ধ করুন, নিরাপত্তা পরিষদের বিবৃতি
ট্যাগস :
ইথিওপিয়ায় অবিলম্বে সংঘাত বন্ধ করুন
জনপ্রিয় সংবাদ