ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ইথিওপিয়ার তাইগ্রেতে বিমান হামলায় নিহত ৩, সরকারের অস্বীকার

  • আপডেট সময় : ১১:৫১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেলে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় তিনজন নিহত হওয়ার দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে আল–জাজিরা জানিয়েছে, গত সোমবার এ হামলা হয়। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। তবে বিমান হামলার খবরকে নাকচ করে দিয়েছে ইথিওপীয় সরকার।
গত নভেম্বরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও তাইগ্রে বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এ বছরের জুনের শেষে তাইগ্রে অঞ্চলের বড় একটি অংশ দখলে নেয় তাইগ্রে বাহিনী। সেখান থেকে ইথিওপিয়ার সেনাদের প্রত্যাহার করা হয়। এরপর কয়েক মাস ধরে লড়াই বন্ধ থাকার পর সম্প্রতি তাইগ্রে বাহিনীর বিরুদ্ধে আবারও অভিযান শুরু করে ইথিওপিয়ার সরকার। ইথিওপিয়ায় মানবিক সহায়তা কাজে নিয়োজিত দুই কর্মী আল–জাজিরাকে জানান, গতকাল মেকেলে বিমান হামলা চালিয়েছে ইথিওপিয়ার সরকারি বাহিনী। তাইগ্রে কর্তৃপক্ষের মুখপাত্র কিনডেয়া জেব্রেহিয়োত মেকেল শহরে বসবাস করেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শহরের খুব কাছে প্রথম বিমান হামলাটি হয়। এ ঘটনায় একই পরিবারের তিন শিশু প্রাণ হারায়। তিনি আরও জানান, একই দিনে দ্বিতীয় দফার বিমান হামলায় আহত হন সাতজন। ওই হামলায় একটি হোটেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাইগ্রে অঞ্চলের ক্ষমতাসীন দল তাইগ্রে পিপল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) নিয়ন্ত্রিত তাইগ্রে টিভি দাবি করেছে, প্রধানমন্ত্রী আবি আহমেদের নির্দেশেই মেকেলে হামলা হয়েছে।
আঞ্চলিক রাজধানীতে বিমান হামলা চালানোর খবর অস্বীকার করেছেন ইথিওপিয়া সরকারের এক মুখপাত্র। সরকারি যোগাযোগ সেবাবিষয়ক প্রধান লেগেসে টুলু বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মেকেলে বেসামরিকদের ওপর হামলার কোনো কারণ কিংবা পরিকল্পনা নেই। এটি (মেকেল) ইথিওপিয়ার অংশ, আমাদের নিজেদের নাগরিকদেরই আবাসস্থল এটি।’হামলার অভিযোগকে ডাহা মিথ্যা কথা উল্লেখ করে উড়িয়ে দেন তিনি।
টুলু পাল্টা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল বোঝাতে ইথিওপিয়ার সরকারের ওপর চাপ তৈরি করতে টিপিএলএফ জান্তা ডাহা এ মিথ্যা কথা ছড়িয়েছে। টিপিএলএফর দাবি, বেসামরিকদের প্রাণহানির কথা মাথায় রেখেই এ বিমান হামলার পরিকল্পনা করা হয়েছে। দলটির মুখপাত্র গেতাচিউ রেডা টুইটারে দেওয়া পোস্টে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, গতকাল হলো মেকেলে বাজার জমায়েতের দিন। এ ক্ষেত্রে অভিপ্রায় পুরোপুরি স্পষ্ট।
এর আগে গত জুনে মেকেলের কাছে সবশেষ বিমান হামলা চালায় ইথিওপীয় সেনাবাহিনী। তখন শহরের কাছে টোগোগা এলাকার একটি বাজারে হামলা হয়েছিল। ওই ঘটনায় ৬৪ বেসামরিক নাগরিক প্রাণ হারান।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করা ব্যক্তিরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার: ডিএমপি কমিশনার

ইথিওপিয়ার তাইগ্রেতে বিমান হামলায় নিহত ৩, সরকারের অস্বীকার

আপডেট সময় : ১১:৫১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেলে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় তিনজন নিহত হওয়ার দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে আল–জাজিরা জানিয়েছে, গত সোমবার এ হামলা হয়। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। তবে বিমান হামলার খবরকে নাকচ করে দিয়েছে ইথিওপীয় সরকার।
গত নভেম্বরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও তাইগ্রে বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এ বছরের জুনের শেষে তাইগ্রে অঞ্চলের বড় একটি অংশ দখলে নেয় তাইগ্রে বাহিনী। সেখান থেকে ইথিওপিয়ার সেনাদের প্রত্যাহার করা হয়। এরপর কয়েক মাস ধরে লড়াই বন্ধ থাকার পর সম্প্রতি তাইগ্রে বাহিনীর বিরুদ্ধে আবারও অভিযান শুরু করে ইথিওপিয়ার সরকার। ইথিওপিয়ায় মানবিক সহায়তা কাজে নিয়োজিত দুই কর্মী আল–জাজিরাকে জানান, গতকাল মেকেলে বিমান হামলা চালিয়েছে ইথিওপিয়ার সরকারি বাহিনী। তাইগ্রে কর্তৃপক্ষের মুখপাত্র কিনডেয়া জেব্রেহিয়োত মেকেল শহরে বসবাস করেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শহরের খুব কাছে প্রথম বিমান হামলাটি হয়। এ ঘটনায় একই পরিবারের তিন শিশু প্রাণ হারায়। তিনি আরও জানান, একই দিনে দ্বিতীয় দফার বিমান হামলায় আহত হন সাতজন। ওই হামলায় একটি হোটেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাইগ্রে অঞ্চলের ক্ষমতাসীন দল তাইগ্রে পিপল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) নিয়ন্ত্রিত তাইগ্রে টিভি দাবি করেছে, প্রধানমন্ত্রী আবি আহমেদের নির্দেশেই মেকেলে হামলা হয়েছে।
আঞ্চলিক রাজধানীতে বিমান হামলা চালানোর খবর অস্বীকার করেছেন ইথিওপিয়া সরকারের এক মুখপাত্র। সরকারি যোগাযোগ সেবাবিষয়ক প্রধান লেগেসে টুলু বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মেকেলে বেসামরিকদের ওপর হামলার কোনো কারণ কিংবা পরিকল্পনা নেই। এটি (মেকেল) ইথিওপিয়ার অংশ, আমাদের নিজেদের নাগরিকদেরই আবাসস্থল এটি।’হামলার অভিযোগকে ডাহা মিথ্যা কথা উল্লেখ করে উড়িয়ে দেন তিনি।
টুলু পাল্টা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল বোঝাতে ইথিওপিয়ার সরকারের ওপর চাপ তৈরি করতে টিপিএলএফ জান্তা ডাহা এ মিথ্যা কথা ছড়িয়েছে। টিপিএলএফর দাবি, বেসামরিকদের প্রাণহানির কথা মাথায় রেখেই এ বিমান হামলার পরিকল্পনা করা হয়েছে। দলটির মুখপাত্র গেতাচিউ রেডা টুইটারে দেওয়া পোস্টে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, গতকাল হলো মেকেলে বাজার জমায়েতের দিন। এ ক্ষেত্রে অভিপ্রায় পুরোপুরি স্পষ্ট।
এর আগে গত জুনে মেকেলের কাছে সবশেষ বিমান হামলা চালায় ইথিওপীয় সেনাবাহিনী। তখন শহরের কাছে টোগোগা এলাকার একটি বাজারে হামলা হয়েছিল। ওই ঘটনায় ৬৪ বেসামরিক নাগরিক প্রাণ হারান।