বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে ফেনীতে; যাতে নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে এ জেলার সীমান্তবর্তী মানুষের সুখ-দুঃখ, জীবনযাপনের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। বরাবরের মত হানিফ সংকেতের পরিচালনা ও উপস্থাপনায় আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে এটি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ পর্বে আধুনিক ও ফোকের ফিউশনে একটি দ্বৈত সংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী পান্থ কানাই ও ডলি সায়ন্তনী। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। এ পর্বে থাকছে ফেনী জেলাকে নিয়ে পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছে তানজিনা রুমা, পুলক ও রিয়াদ। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। ফাগুন অডিও ভিশনের নির্মাণ করা ‘ইত্যাদি’ স্পন্সর করেছে আগের মতই কেয়া কসমেটিকস লিমিটেড। নিমার্তা প্রতিষ্ঠান জানিয়েছে, নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। এতে শীতের পিঠায় যান্ত্রিক ছোঁয়ায় ‘ঐতিহ্যের সর্বনাশ’, ‘চামচা প্রীতিতে’ অপ্রীতিকর ঘটনা, প্রযুক্তির অপব্যবহার থেকে মুক্তির উপায়, বিষাক্ত আসক্তি, মানবতার নামে ব্যবসা, সংক্রামক উত্তেজনাসহ বিভিন্ন বিষয়ের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইত্যাদি সবসময় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিবেদিত মানুষদের তুলে ধরার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে।
সেই ধারাবাহিকতায় এবারের পর্বে থাকছে ফেনীর ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং কীর্তিমান ব্যক্তিদের উপর তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে ফেনীর প্রচার বিমুখ সমাজকর্মী মঞ্জিলা আক্তার মিমির উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ছাড়া রংপুরের পীরগঞ্জের বিত্তহীন গনি মিয়ার উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। পরিবেশ দূষণের বিরুদ্ধে ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রংপুর জেলার পীরগাছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক প্রকৃতি প্রেমিক রফিকুল হাসানের ব্যতিক্রমী উদ্যোগের উপর রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন। ফাগুন অডিও ভিশন জানিয়েছে, এ পর্বের মঞ্চ নির্মাণ করা হয় দেশের প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। “ফেনী সমৃদ্ধ হওয়ার পেছনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানটির রয়েছে বিরাট অবদান। অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৭ ডিসেম্বর।” বরাবরের মতো এবারও এ অনুষ্ঠানের শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইত্যাদি এবার ফেনীতে, প্রচার শুক্রবার
ট্যাগস :
ইত্যাদি এবার ফেনীতে
জনপ্রিয় সংবাদ