প্রত্যাশা ডেস্ক : এক পাশে রাইফেল বহন করে সর্বশেষ মার্কিন সেনা হিসেবে আফগানিস্তান ছেড়েছেন ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ক্রিস ডোনাহুয়ে। সোমবার মধ্যরাতের কয়েক মিনিট আগে কাবুল বিমানবন্দর থেকে শেষ মার্কিন ফ্লাইটে ওঠেন তিনি।
সি-১৭ পরিবহন বিমানের এক পাশের জানালা দিয়ে ওই সেনা কর্মকর্তার বিমানে ওঠার একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। নাইট ভিশন ডিভাইস দিয়ে ভৌতিক সবুজ ও কালো রঙের ছবিটি পেন্টাগনের তরফ থেকে প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের ২০ বছর আফগানিস্তানে অবস্থান অবসানের প্রতীক হয়ে উঠেছে ছবিটি। ইতিহাসের অংশ হিসেবে মার্কিন মেজর জেনারেল ক্রিস ডোনাহুয়ের এই ছবিটির তুলনা হতে পারে এক সোভিয়েত জেনারেলের। সেই সোভিয়েত জেনারেল ১৯৮৯ সালে আফগানিস্তান থেকে রেড আর্মির চূড়ান্ত বিদায়ের মুহূর্তে উজবেকিস্তানের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে একটি সামরিক গাড়িতে করে দেশে ফিরেছিলেন।
কাবুলের পতনের পর আফগানিস্তান থেকে ১ লাখ ২৩ হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নিয়ে রাতের আঁধারে দেশটি ছেড়ে যায় যুক্তরাষ্ট্রের সেনা বহনকারী সর্বশেষ বিমানটি। স্থিরচিত্র হলেও মেজর জেনারেল ক্রিস ডোনাহুয়েকে ভাবলেশহীন ভাবে দ্রুততার সঙ্গে বিমানে উঠতে দেখা গেছে। সম্পূর্ণ যুদ্ধ সাজে সজ্জিত ছিলেন তিনি। হেলমেটের উপরে নাইট ভিশন চশমা, পাশে রাইফেল। আফগানিস্তান পেছনে ফেলে নিরাপদে পৌঁছান তিনি। বিপরীতে সোভিয়েত ইউনিয়নের ৪০তম আর্মি ডিভিশনের জেনারেল রোবিস গোরোমোভ নিজের ছেলের হাত ধরে লাল-সাদা ফুলের তোড়া নিয়ে আমু দরিয়া নদী পাড়ি দেন।
ইতিহাসে স্থান পেলো মার্কিন জেনারেলের ভৌতিক ছবি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ