ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

ইতিহাসের সবচেয়ে দামি ভিলেন

  • আপডেট সময় : ০৫:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বদলে যাওয়া সমাজের প্রেক্ষাপটে আজকাল গল্প-সিনেমায় ভিলেনদের জনপ্রিয়তা বেড়েই চলেছে। বড় বড় সব তারকারা এখন ভিলেন হয়ে পর্দায় আসছেন। বলা যায়, প্রতিযোগিতাও চলে। বিশেষ করে ভারতের সিনেমাগুলোতে খল চরিত্রে প্রথম সারির তারকাদের দেখা যাচ্ছে। গেল কয়েক বছরে সুপারহিট ‘কবির সিং’, ‘কেজিএফ’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা’, ‘টাইগার’, ‘পাঠান’, ‘জওয়ান’ ছবিগুলো তার দৃষ্টান্ত। ববি দেওল এবং সঞ্জয় দত্তের মতো বড় অভিনেতারা ভিলেনের চরিত্রে দাপট দেখাচ্ছেন। তবে তাদের সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছেন এবার এক অভিনেত্রী।

সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে ‘সবচেয়ে দামি ভিলেন’ হিসেবে নাম লেখাচ্ছেন এই বলিউড তারকা। তিনি প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমায় প্রধান ভিলেন চরিত্রে হাজির হবেন দেশিগার্ল’খ্যাত এ অভিনেত্রী। চরিত্রটিতে অভিনয়ের জন্য মোটা অংকের পারিশ্রমিক পাবেন তিনি, যা হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে ভিলেন চরিত্রের জন্য সর্বোচ্চ।

জানা গেছে, এই সিনেমার বাজেট ধরা হয়েছে ১ হাজার কোটি রুপি। ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটাই। রাজামৌলি এই ছবিতে প্রিয়াঙ্কার পারিশ্রমিক হিসেবে ৩০ কোটি রুপি নির্ধারণ করেছেন। এর আগে কোনো পুরুষ বা নারী শিল্পী ভিলেন চরিত্রে এত পারিশ্রমিক নেননি বলে দাবি পিঙ্কভিলার। এর আগে ববি দেওল ‘অ্যানিমাল’ সিনেমার জন্য ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সঞ্জয় দত্ত ‘কেজিএফ ২’ এবং ‘লিও’ সিনেমায় ভিলেন চরিত্রের জন্য ৮-৯ কোটি রুপি নিয়েছেন। বিজয় সেতুপতি ‘জওয়ান’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে ২১ কোটি রুপি এবং সাইফ আলি খান ‘আদিপুরুষ’ সিনেমায় রাভণের চরিত্রে পেয়েছিলেন ১০ কোটি রুপি পারিশ্রমিক।

অন্যদিকে ইমরান হাশমি ‘টাইগার ৩’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। সেইসব রেকর্ড পেছনে ফেলে প্রিয়াঙ্কা চোপড়া নতুন রেকর্ড গড়েছেন। তার এই কীর্তি ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভিলেন চরিত্র এবং নারী তারকাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন দেশটির সিনেমা বিশ্লেষকেরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

ইতিহাসের সবচেয়ে দামি ভিলেন

আপডেট সময় : ০৫:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: বদলে যাওয়া সমাজের প্রেক্ষাপটে আজকাল গল্প-সিনেমায় ভিলেনদের জনপ্রিয়তা বেড়েই চলেছে। বড় বড় সব তারকারা এখন ভিলেন হয়ে পর্দায় আসছেন। বলা যায়, প্রতিযোগিতাও চলে। বিশেষ করে ভারতের সিনেমাগুলোতে খল চরিত্রে প্রথম সারির তারকাদের দেখা যাচ্ছে। গেল কয়েক বছরে সুপারহিট ‘কবির সিং’, ‘কেজিএফ’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা’, ‘টাইগার’, ‘পাঠান’, ‘জওয়ান’ ছবিগুলো তার দৃষ্টান্ত। ববি দেওল এবং সঞ্জয় দত্তের মতো বড় অভিনেতারা ভিলেনের চরিত্রে দাপট দেখাচ্ছেন। তবে তাদের সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছেন এবার এক অভিনেত্রী।

সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে ‘সবচেয়ে দামি ভিলেন’ হিসেবে নাম লেখাচ্ছেন এই বলিউড তারকা। তিনি প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমায় প্রধান ভিলেন চরিত্রে হাজির হবেন দেশিগার্ল’খ্যাত এ অভিনেত্রী। চরিত্রটিতে অভিনয়ের জন্য মোটা অংকের পারিশ্রমিক পাবেন তিনি, যা হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে ভিলেন চরিত্রের জন্য সর্বোচ্চ।

জানা গেছে, এই সিনেমার বাজেট ধরা হয়েছে ১ হাজার কোটি রুপি। ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটাই। রাজামৌলি এই ছবিতে প্রিয়াঙ্কার পারিশ্রমিক হিসেবে ৩০ কোটি রুপি নির্ধারণ করেছেন। এর আগে কোনো পুরুষ বা নারী শিল্পী ভিলেন চরিত্রে এত পারিশ্রমিক নেননি বলে দাবি পিঙ্কভিলার। এর আগে ববি দেওল ‘অ্যানিমাল’ সিনেমার জন্য ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সঞ্জয় দত্ত ‘কেজিএফ ২’ এবং ‘লিও’ সিনেমায় ভিলেন চরিত্রের জন্য ৮-৯ কোটি রুপি নিয়েছেন। বিজয় সেতুপতি ‘জওয়ান’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে ২১ কোটি রুপি এবং সাইফ আলি খান ‘আদিপুরুষ’ সিনেমায় রাভণের চরিত্রে পেয়েছিলেন ১০ কোটি রুপি পারিশ্রমিক।

অন্যদিকে ইমরান হাশমি ‘টাইগার ৩’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। সেইসব রেকর্ড পেছনে ফেলে প্রিয়াঙ্কা চোপড়া নতুন রেকর্ড গড়েছেন। তার এই কীর্তি ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভিলেন চরিত্র এবং নারী তারকাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন দেশটির সিনেমা বিশ্লেষকেরা।