আন্তর্জাতিক ডেস্ক : ইতালির একটি দ্বীপের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোয় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। টর্নেডো গতশুক্রবার ভূমধ্যসাগরীয় দ্বীপ পানতেলেরিয়ায় একাধিক গাড়ি উল্টে দিয়েছে। বেশ কয়েকটি বাড়ির ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিনের দুর্যোগে ৯ জন আহত হয়েছে, তাদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে দায়িত্বে না থাকা এক দমকলকর্মীও আছেন। অন্যজনের বয়স ৮৬ বছর। টর্নেডো আঘাত হানার সময় তারা দু’জনই গাড়ি চালাচ্ছিলেন বলে বার্তা সংস্থা আনসা জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে টর্নেডোতে উপকূলীয় একটি রাস্তাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা জানিয়েছেন, আবহাওয়া ভালো হলে আহতদের হেলিকপ্টারে করে পালেরমো শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তাদের। ইউরোপে টর্নেডো বেশিরভাগ সময়ই দুর্গম গ্রামাঞ্চলে আঘাত হানে, যে কারণে এতে প্রাণহানির ঘটনা খুব একটা দেখা যায় না। চলতি বছরের শুরুতে চেক রিপাবলিকে টর্নেডোর আঘাতে ৫ জন নিহত ও দেড়শ জন আহত হয়েছিল।
ইতালির দ্বীপে টর্নেডোর আঘাতে নিহত ২
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ