ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ইডেন কলেজে প্রথম আসার সুযোগ হলো তিশার

  • আপডেট সময় : ১২:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রথম বাঙালি নারী বিপ্লবী ও শহীদ। চট্টগ্রামের এই বীরকন্যা পড়াশুনা করেছেন ঢাকার ইডেন কলেজে। এবার সেই কলেজে পা রাখলেন দেশের অন্যতম অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গত রোববার (৬ নভেম্বর) ইডেন কলেজে যেন ৯২ বছরের নীরবতা ভাঙলো। কারণ ১৯৩০ সালে এই কলেজ থেকে আই.এ. পরীক্ষায় প্রীতিলতা। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি। সে বছরই কলকাতার বেথুন কলেজে বি. এ. পড়তে ইডেন ত্যাগ করেন। সেই যাওয়ার ৯২ বছর পর রবিবার (৬ নভেম্বর) আবারও যেন ইডেন কলেজে ফিরে এলেন প্রীতিলতার বেশে নুসরাত ইমরোজ তিশা। প্রীতিলতার জীবন অবলম্বনে তিশাকে নিয়ে প্রদীপ ঘোষ নির্মাণ করেছেন অনুদানের ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’। ছবিটি মুক্তি পাচ্ছে ১৮ নভেম্বর। তারই প্রচারণা শুরু হলো রবিবার ঢাকার ইডেন কলেজ থেকে। তিশা রাজধানীর ইডেন ক্যাম্পাসে দাঁড়িয়ে বলেন, ‘‘ইডেন কলেজ বা প্রীতিলতার ক্যাম্পাসে আমার প্রথম আসার সুযোগ হলো। আর করোনার পর এভাবে এত মানুষের সামনেও প্রথম আসা। সবাইকে দেখে অনেক ভালো লাগছে। ‘বীরকন্যা প্রীতিলতা’ ইতিহাসনির্ভর ছবি। প্রীতিলতা প্রত্যেক নারীর অনুপ্রেরণা। এ থেকে অনেক কিছু শেখার আছে।’’ ইডেন কলেজে তিশার সঙ্গে নির্মাতা ছাড়াও ছিলেন সহশিল্পী মনোজ প্রামাণিক ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। নির্মাতার ইচ্ছে, সারাদেশের শিক্ষার্থীরা যেন ছবিটি অন্তত দেখে। সেই লক্ষ্যে তিনি কাজও করছেন। এ বিষয়ে নির্মাতা প্রদীপ ঘোষের ভাষ্য, ‘যেহেতু এটা ইতিহাস নির্ভর ছবি, আমরা চাই শিক্ষার্থীরাই বেশি দেখুক। কিন্তু পাঁচ-ছয়শ টাকা দিয়ে দেখতে তো ওদের কষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা হলগুলোর সঙ্গে আলাপ করছি, যেন অর্ধেক দামে শিক্ষার্থীরা টিকিট কিনতে পারে। আমাদের ঘরে অর্থ না আসুক, ছবিটা অন্তত শিক্ষার্থীরা দেখুক।’ গুণী সাহিত্যিক সেলিনা হোসেনের অসামান্য সৃষ্টি ‘ভালোবাসা প্রীতিলতা’। এই উপন্যাসে তিনি তুলে ধরেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প। সেই উপন্যাসকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি।এর আগে ২ নভেম্বর প্রীতিলতার জন্মস্থান চট্টগ্রামে ছবিটির প্রচারকার্য শুরু হয়। কার্যক্রমটি শুরু করা হয় বিপ্লবী এই নারীর প্রথম শিক্ষালয় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এদিকে একই দিন প্রচারণার অংশ হিসেবে ছবিটির একটি গান প্রকাশ হয়েছে। নাম ‘পরাধীনতার শৃঙ্খল’। এটি লিখেছেন নির্মাতা প্রদীপ ঘোষ। সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।
খড়ধফরহম ারফবড় প্রীতিলতা ওয়াদ্দেদারের সঙ্গে বর্তমান ভারতেরও অনেক ইতিহাস-স্মৃতি জড়িয়ে আছে। তাই সে দেশেও ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতা। এ নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গেও আলাপ করেছেন। সাফটা চুক্তির আওতায় ছবি বিনিময়ের মাধ্যমে ‘বীরকন্যা প্রীতিলতা’ ভারতে মুক্তি দেওয়া হবে। এজন্য ডিসেম্বরে কলকাতায় গিয়ে প্রচারণায় অংশ নেবেন নির্মাতা-শিল্পীরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইডেন কলেজে প্রথম আসার সুযোগ হলো তিশার

আপডেট সময় : ১২:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রথম বাঙালি নারী বিপ্লবী ও শহীদ। চট্টগ্রামের এই বীরকন্যা পড়াশুনা করেছেন ঢাকার ইডেন কলেজে। এবার সেই কলেজে পা রাখলেন দেশের অন্যতম অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গত রোববার (৬ নভেম্বর) ইডেন কলেজে যেন ৯২ বছরের নীরবতা ভাঙলো। কারণ ১৯৩০ সালে এই কলেজ থেকে আই.এ. পরীক্ষায় প্রীতিলতা। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি। সে বছরই কলকাতার বেথুন কলেজে বি. এ. পড়তে ইডেন ত্যাগ করেন। সেই যাওয়ার ৯২ বছর পর রবিবার (৬ নভেম্বর) আবারও যেন ইডেন কলেজে ফিরে এলেন প্রীতিলতার বেশে নুসরাত ইমরোজ তিশা। প্রীতিলতার জীবন অবলম্বনে তিশাকে নিয়ে প্রদীপ ঘোষ নির্মাণ করেছেন অনুদানের ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’। ছবিটি মুক্তি পাচ্ছে ১৮ নভেম্বর। তারই প্রচারণা শুরু হলো রবিবার ঢাকার ইডেন কলেজ থেকে। তিশা রাজধানীর ইডেন ক্যাম্পাসে দাঁড়িয়ে বলেন, ‘‘ইডেন কলেজ বা প্রীতিলতার ক্যাম্পাসে আমার প্রথম আসার সুযোগ হলো। আর করোনার পর এভাবে এত মানুষের সামনেও প্রথম আসা। সবাইকে দেখে অনেক ভালো লাগছে। ‘বীরকন্যা প্রীতিলতা’ ইতিহাসনির্ভর ছবি। প্রীতিলতা প্রত্যেক নারীর অনুপ্রেরণা। এ থেকে অনেক কিছু শেখার আছে।’’ ইডেন কলেজে তিশার সঙ্গে নির্মাতা ছাড়াও ছিলেন সহশিল্পী মনোজ প্রামাণিক ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। নির্মাতার ইচ্ছে, সারাদেশের শিক্ষার্থীরা যেন ছবিটি অন্তত দেখে। সেই লক্ষ্যে তিনি কাজও করছেন। এ বিষয়ে নির্মাতা প্রদীপ ঘোষের ভাষ্য, ‘যেহেতু এটা ইতিহাস নির্ভর ছবি, আমরা চাই শিক্ষার্থীরাই বেশি দেখুক। কিন্তু পাঁচ-ছয়শ টাকা দিয়ে দেখতে তো ওদের কষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা হলগুলোর সঙ্গে আলাপ করছি, যেন অর্ধেক দামে শিক্ষার্থীরা টিকিট কিনতে পারে। আমাদের ঘরে অর্থ না আসুক, ছবিটা অন্তত শিক্ষার্থীরা দেখুক।’ গুণী সাহিত্যিক সেলিনা হোসেনের অসামান্য সৃষ্টি ‘ভালোবাসা প্রীতিলতা’। এই উপন্যাসে তিনি তুলে ধরেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প। সেই উপন্যাসকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি।এর আগে ২ নভেম্বর প্রীতিলতার জন্মস্থান চট্টগ্রামে ছবিটির প্রচারকার্য শুরু হয়। কার্যক্রমটি শুরু করা হয় বিপ্লবী এই নারীর প্রথম শিক্ষালয় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এদিকে একই দিন প্রচারণার অংশ হিসেবে ছবিটির একটি গান প্রকাশ হয়েছে। নাম ‘পরাধীনতার শৃঙ্খল’। এটি লিখেছেন নির্মাতা প্রদীপ ঘোষ। সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।
খড়ধফরহম ারফবড় প্রীতিলতা ওয়াদ্দেদারের সঙ্গে বর্তমান ভারতেরও অনেক ইতিহাস-স্মৃতি জড়িয়ে আছে। তাই সে দেশেও ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতা। এ নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গেও আলাপ করেছেন। সাফটা চুক্তির আওতায় ছবি বিনিময়ের মাধ্যমে ‘বীরকন্যা প্রীতিলতা’ ভারতে মুক্তি দেওয়া হবে। এজন্য ডিসেম্বরে কলকাতায় গিয়ে প্রচারণায় অংশ নেবেন নির্মাতা-শিল্পীরা।